আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের পোস্টমর্টেম - ৭৯



বাংলায় যে শব্দটিকে আমরা এখন আর মূল অর্থে ব্যবহার করি না, সেটি হলো অপোগন্ড। অবশ্য এ অনেক শব্দই আমরা এখন আর মূল অর্থে ব্যবহার করি না। সংস্কৃতাগত অপোগন্ড শব্দটি মূল অর্থ নাবালক বিশেষত যার বয়স পনের পেরোয় নি। কিন্তু এখন শব্দটির অর্থান্তর ঘটে গেছে। এখন অপোগন্ড মানে অপদার্থ, অযোগ্য।

উদাহরণ ১. 'অপোগন্ড অর্বাচীন উকিল' Ñ-- রবীন্দ্রনাথ ঠাকুর। ২. 'ছোটদের কখনো তার মনে হয়নি নিছক অপোগন্ড ও নিঃসাড়, নির্বোধ ও কল্পনাহীন' Ñ- মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। আবার অভিধান প্রণেতা রাজ শেখর বসু অপোগন্ড শব্দটিকে মূল অর্থেই ব্যবহার করেছেন। যেমন 'এই অল্পায়ু অপোগন্ড, অকালপক্ক কুষ্মান্ডগণ'। কলকাতা ইউনিভার্সিটি প্রকাশিত 'বঙ্গসাহিত্য পরিচয়' (১৯১৪) সাময়িকীতে কোনো এক সাহিত্যিকের লেখায় ছিল 'আমিও মরিব, তোমার অনুগমন করিব।

কিন্তু ভাবিতেছি, এই অপোগন্ডগুলির কি হইবে?'। (চলবে)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।