অন্নদাশঙ্কর রায় তার 'ড্রাগনের দাঁত দেখা' প্রবন্ধে লিখেছেন, 'অবশেষে ১৮৮২ সালে ইংরেজরা ভ্রম সংশোধন করে। অসমীয়া হয় আদালতের ও বিদ্যালয়ের ভাষা অসমীয়া অধ্যুষিত জেলাসমূহে'। Ñ এ বাক্যের মাধ্যমে অনেকেই ধরে নিতে পারেন যে সব জেলায় অসমীয়া জনগোষ্ঠীর সংখ্যা বেশি, সেসব জেলায় অসমীয়া ভাষা চালু হবে।
অধ্যুষিত শব্দের ভুল প্রয়োগ বাংলা ভাষায় চোখে পড়ার মতো। এস ওয়াজেদ আলীও শব্দটির ভুল প্রয়োগ ('মোসলেম অধ্যুষিত দেশসমূহে') করেছেন।
আসলে অধ্যুষিত বিশেষণটির অর্থ হচ্ছে উপনিবিষ্ট। সোজা কথায়, যেখানে বাস করা বা বসতি করা হয়েছে এমন জায়গা। লোকসংখ্যার আধিক্যের সঙ্গে অধ্যুষিতের কোনোই সম্পর্ক নেই। তাই বান্দরবান মারমা অধ্যুষিত এলাকা বললে ব্যুৎপত্তিগত দিক থেকে এটা বোঝার সুযোগ নেই যে, এলাকাটিতে মারমারাই সংখ্যাগরিষ্ঠ। ভুল বোঝার কারণেই আমরা অধ্যুষিত শব্দের মাঝে সংখ্যাধিক্যের আবহ খুঁজে নিয়েছি।
(চলবে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।