আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের পোস্টমর্টেম - ৭৭



বাংলা স্নাতক শব্দের ইংরেজি হলো 'ব্যাচেলর্স'। দুটো শব্দটিই এখন আর মূল অর্থে ব্যবহৃত হয় না। ব্যাচেলরস ডিগ্রির বাংলা হিসেবে মেনে নেয়া হয়েছে 'স্নাতক' শব্দটিকে। স্নাতক শব্দটি দিয়ে এক সময় স্নানকারীকেও বোঝাতো। যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, 'সরোবরে স্নাতক দেখি না।

' এই কারণে স্নান সেরেছে এমন নারীকে এখনো স্নাতা বলা হয়। প্রাচীন ভারতে যারা গুরুগৃহে বিদ্যা শিক্ষা শেষ করে সাংসারিক জীবনে ঢুকতো তাদেরকে বলা হতো স্নাতক। আর ইংরেজি ব্যাচেলর শব্দটি এসেছে ল্যাটিন ব্যাকালরেস থেকে। ব্যাকলরেস মানে যে গরুর যতœ নেয়, সোজা কথায় রাখাল। বাংলায় বিদ্যা শিক্ষার সমাপ্তিসূচক আনুষ্ঠানিক স্থান থেকেই স্নাতক শব্দের সূত্রপাত।

মধ্যযুগে রচিত সংস্কৃত অভিধান অমরকোষে স্নাতক শব্দের ব্যাখ্যায় বলা হয়েছে : 'সমাপিতবিদ্যাব্রতব্রাহ্মণ'Ñ ব্রহ্মচর্যের পরে গৃহাশ্রমগত ব্রাহ্মণ। অমরকোষে তিন প্রকার স্নাতকের কথা বলা হয়েছে। যেমন : বিদ্যাস্নাতক, ব্রহ্মস্নাতক ও বিদ্যাব্রতস্নাতক। আর মনুগ্রন্থে স্নাতকব্রতবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। (চলবে)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।