আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের পোস্টমর্টেম - ৭৬



ভাষা সব সময় অভিধান বা ব্যাকরণে মুখাপেক্ষী হয়ে চলতে পারে না। হয়তো চলেও না। যেমন ধরুন 'ছেঁদো কথা'। ধারণাগত অর্থেই এখন ছেঁদো কথার ভাষা-সংসার দিব্যি চলছে। এটার আভিধানিক অর্থ চাতুর্যময়, কপট কথা।

কিন্তু ধারণাগত অর্থ হচ্ছে গুরুত্বহীন কথা, অর্থহীন কথা অথবা অসার কথা। বাংলা ভাষায় একটি প্রতিষ্ঠিত প্রবাদ বাক্য হচ্ছে 'চালনী বলেন খুচনী তুমি নাকি ছেঁদা'। সাহিত্যিক শেখ ফজলুল করিম ছেঁদো কথাকে আসল অর্থে ব্যবহার করেছেন ('কিন্তু ছেঁদো কথায় আমার মন ভুলবে না')। কিন্তু কাজী নজরুল ইসলাম অসার অর্থেই ছেঁদো কথাকে ব্যবহার করেছেন ('আমার মতো ছেঁদো ছোট বেহায়া লোকের কাছে----')। সংস্কৃত ছন্দ > ছাঁদ + বাংলা উয়া> ও = ছেঁদো।

(চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।