আমাদের কথা খুঁজে নিন

   

ভোগান্তি

আমি চলছি পথ একা,আমি চলব পথ চলব। যেথা মৃত্যু বিভীষিকা অবিরাম............বিপদ সংকুল পথ.........

ঢাকা বাসীর বোগান্তির কোন শেষ নেই । আমরা যারা মোহাম্মাদপুর,আদাবর,শ্যামলীতে থাকি তাদের জন্য অন্যতম পাবলিক সার্ভিস হচ্ছে রাজধানী এক্সপ্রেস (৩০) নাম্বার বাস। এই সার্ভিসটি শিয়া মসজিদ থেকে কমলাপুর পযর্ন্ত যাতায়াত করে। ঢাকার অন্যান্য বাস সার্ভিসের মতই এদের সার্ভিস।

তবে বিড়ম্বনায় পড়তে হয় বৃষ্টিরদিনে । বেশির ভাগ বাসেই জানালার গ্লাস থাকে ভাঙ্গা। এছাড়া একটু ভারী বৃষ্টি হরেই ছাদ চুইয়ে পানি পড়ে। একবারে কাক ভেজা হয়ে গন্তব্যে পৌছাতে হয়। বাসের স্টাফদের বল্লে কোন লাভ হয়না।

তাদের বক্তব্য- 'মালিকে ঠিক করে না আমরা কি করব?' আমরা বাড়তি ভাড়া গুনে আর কতদিন এ রকম ভোগান্তি সহ্য করব আল্লাহ ই ভাল জানেন। এতো মাত্র একটি ভোগান্তির কথা বললাম। আরও কত যে ভোগান্তি আছে তা এরকম পাবলিক সার্ভিসের যাত্রী মাত্রই জানেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।