বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা
রাজাকার সাঈদী লন্ডনে এসে অকল্পনীয় ভোগান্তির সম্মুখীন হয়েছেন। পএিকার খবরে বলা হয়, বৃটিশ মিডিয়া এসম্পর্কিত ফরেন অফিসের গোপন ই-মেইল ফাঁস করে দিলে স্থানীয় বৃটিশ পএিকা ও টিভি চ্যানেলে বৃটেনে সাঈদীর প্রবেশের বিরুদ্ধে এবং তার বৃটিশ ভিসা প্রত্যাহারের জোরাল দাবী জানিয়েছে। শনিবার তার মুসলিম সেন্টারে মেলা উদ্বোধন করার কথা থাকলেও তাকে জনসমক্ষে দেখা যায়নি। তিনি গোপনে বাংলাদেশ ফিরে গেছেন কি-না এসম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে বৃটিশ সরকার তাকে সে দেশে নিষিদ্ধ করতে পারেন বলে জানা গেছে। মূল প্রতিবেদনটি পড়তে চাইলে ক্লিক করুন এখানে: [লিংক=যঃঃঢ়://িি.িফধরষুলধহধশধহঃযধ.পড়স/ঢ়1/যঃসষ1]দৈনিক জনকন্ঠ জুলাই 16, 2006[/লিংক]।
টাইমস জানায়, বৃটিশ স্বরাস্ট মন্ত্রণালয় ও পররাস্ট্র বিভাগ যুদ্ধাপরাধ ও পশ্চিমের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্যের জন্য তাকে বৃটেনে নিষিদ্ধ করার কথা বলেছিল। কিন্তু সেপ্টেম্বরে এসম্পর্কিত ই-মেইল চলতে থাকলেও এসম্পর্কে মকবুল আলী নামক জনৈক উপদেস্টা তার সফরের পক্ষে সাফাই দিয়ে তার ভিসার ব্যাপারে সুপারিশ করেন। টাইমসের মূল প্রতিবেদনে বলা হয়: In leaked e-mails seen by The Times, the Home Office sought advice from research analysts in the Foreign Office while considering the case for excluding Mr Sayeedi. Internal messages between advisers discussed the threat that he allegedly posed, and one attached a report from a Bangladeshi human rights organisation. The report quotes Mr Sayeedi as saying that Britain and the US
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।