আমাদের কথা খুঁজে নিন

   

তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

প্রতিটি প্রহর কাটছে অজানা কোনো আশ্বাসে- অচেনা কিছুই নয়, সবই তো থাকে নিঃশ্বাসে। তবুও মন কেনো অজানার তরে হয়েছে কাতর আধেক পড়ে আছি, আর আধেক কোথায় আমার! ভেতর থেকে কে যেনো চিৎকার করে বলে ওঠে- একটু হাসি এনে দাও কেউ কষ্টমাখা দুটি ঠোঁটে। বোকা চোখ দুটোও খুঁজে ফিরে অজানা এক আশ্বাসে হৃদয় অজানা নয়, সবই তো এখন আমার নিঃশ্বাসে। একাকীত্বের পরছায়ায় কে যেনো হেঁটে যায় থেমে থেমে এভাবেই কাটছে- যাচ্ছে কেটে জীবন জীবনের নিয়মে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।