আমাদের কথা খুঁজে নিন

   

সোনার বাংলার জন্য - উপদেষ্টাদের দুর্নীতি বিষয়ে

জীবনে সুখের মূল কথা হল - এই পৃথিবীর কেউ বা কোন কিছুই তোমার জন্য নয়।

আমি সিএসবি বন্ধ নিয়ে একটি লেখা লিখেছিলাম কিছুক্ষণ আগে। এই সরকার যে সব দুর্নীতিবাজদের এক চোখে দেখছে না, বারবার তাই বলতে চেয়েছি আমি। অনেকেই তা মানেন না। সোনার বাংলা তাদের একজন।

তিনি আমার কাছে প্রমাণ চেয়েছেন। তার আগে একটি কথা বলি - বাংলাদেশের সবাই জানে, ততারেক জিয়া গত কয়েক বছরে কি পরিমাণ দুর্নীতি করেছে। কিন্তু এখন পর্যন্ত দুদক তার বিরুদ্ধে মামলা করার জন্য কিছুই পাইনি - একথা দুদক সচিব নিজে বলেছেন সংবাদ মাধ্যমে। তার মানে হল - দুর্নীতি কেউ প্রমাণ রেখে করে না। তারপরও অনেকেই অনেক কিছু জানেনা।

আজকে আমি যদি কিছু বলি - ২ দিন পর আমাকে ধরবে দুর্নীতির দোহাই দিয়ে। তখন আপনাদের মত অনেকেই বলবেন, "নিশ্চয়্ই কিছু করছিল" । আমার নিরাপত্তা কি আপনি দেবেন? তারপরও কিছু কথা বলি - এনটিভির পরিলচালম বাপ্পীকে ধরা হয়েছে কারন তার কাছে একটি শুল্কমুক্ত গাড়ি পাওয়া গেছে, যেহেতু সে বা তার পরিবারের কেউ সংসদ সদস্য নন, তাই তার কাছে এই গাড়ী থাকতে পারে না। ভাল কথা। উপদেষ্টা তপন চৌধুরীর কাছে - মার্সিডিজ, হ্যামার, বিএমডব্লিউ, জাগুয়ার - ৪ টি গাড়ী আছে যা শুল্কমুক্ত।

তপন চৌধুরীর ১৪ জেনারেশনের কেউ কোনদিন এমপি ছিল না। এই গাড়ী তার কাছে আসল কিভাবে? এই ব্যাপারে যখন মিডিয়ায় আসল তখন এটি ধামাচাপা দেয়া হল? কেন? হাসান মশহুদের মত মানুষ এড়িয়ে গেল। কেন? এটা একটি খুব ই সাধারন উদাহরণ। আমি যখন বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে গুগলে ব্লগ লিখলাম, এক আর্মির ছেলে আমাকে মেইল করে থ্রেট দিল। কেন? ব্লগে মন্তব্য করতে পারত।

পারসোনাল হুমকি কেন? ভালুকার টিএনও কে ঘুযের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আসল কাহিনী শুনুন - বাংলাদেশের ভাল, সত অফিসারদের মাঝে সে একজন ছিল। এক আর্মি অফিসার সরকারের খাস জমি অবৈধ ভাবে ভরাট করার কারনে সে প্রতিবাদ করে। তারপোর সেই আর্মি অফিসার যৌথবাহিনী দিয়ে ঘুষের নাটক সৃষ্টি করে তা করেন। বিশ্বাস না হলে যান ভালুকায়।

এই সরকার যা করছে তার সবকিছুই খারাপ না। আপনার মত আমারো আশা ছিল। কিন্তু ক্ষমতার লোভ যে ভয়ানক ব্যাপার, তা আবার তারা এবং সেনাবাহিনী প্রমাণ করল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.