.
আয়, এইপাশে উঠে আয়।
রেল লাইনের পুবের গলিতে আমি গাঁধার পিঠে বসে আছি ;
অল্প কাদায় ইট বিছানো
অন্যমনস্ক তিরতির বাতাস নিচে সূর্যের প্রতিফলন
ধোঁয়া উড়ছে বস্তি ঘরটার পেছনে রান্নাঘর
- হাত ধরে সামলে উঠে আয় ।
সকালে লাফিয়ে সিড়ি ভাঙ্গার সময়
তিন তলায় বাঁ দিকের ফ্ল্যাটে
লুকানো একটা গান গলায় ঝুলে গেল অকস্মাৎ ।
দূর ও অতীত থেকে ভেসে আসা বাদ্যের সঙ্গে -
মিলিয়ে গান গাইছি সারাদিন,এই বিকেল অব্দি ভবঘুরে
তোমার প্রেমিক, সামনে অদৃশ্য স্মৃতি রাশি চোখ মেলে চেয়ে আছে
অভিজ্ঞতাহীন এক ভালোবাসার ছবি দেখার গল্প শুনেছি মনে আছে।
রচনা: ১/৯/১৩-১২/৯/১৩ ইং
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।