আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের পোস্টমর্টেম - ৩৬



বাংলায় বহুল ব্যবহৃত রাজমিস্ত্রির সঙ্গে কি রাজা বাদশাদের সম্পর্ক রয়েছে? এটাতো ঠিক যে, রাজা-বাদশা বা জমিদারদের দালান-কোঠা রাজমিস্ত্রিরাই বানাতেন। তবে ভাষার ইতিহাস এটাই বলে, রাজার বাড়ি তৈরির সঙ্গে রাজমিস্ত্রির সম্পর্ক থাকতেই পারে। কিন্তু রাজমিস্ত্রির সঙ্গে রাজার কোনো সম্পর্ক নেই। কারণ রাজমিস্ত্রির মূল কিন্তু বাংলা নয়। দুটি বিদেশী শব্দের সংমিশ্রণে বাংলায় রাজমিস্ত্রি শব্দটির উদ্ভব।

কোনো কোনো ভাষাবিদ বলেছেন, রাজমিস্ত্রির রাজ এসেছে আরবি রাজ থেকে আর মিস্ত্রি শব্দটি আমরা ধার করেছি পর্তুগিজ মিস্ত্রি থেকে। আরবি রাজ শব্দের অর্থ রাজা নয়, স্থপতি আর পর্তুগিজ মিস্ত্রি মানে ওস্তাদ বা মাস্টার। তাহলে কি রাজমিস্ত্রিকে ওস্তাদ হতে হয়? অবশ্য একাধিক বাংলা অভিধানে দাবি করা হয়েছে, সংস্কৃত রাজন আর বাংলা মিস্ত্রি মিলে রাজমিস্ত্রি হয়েছে। মিস্ত্রি শব্দটির মূল অবশ্য পর্তুগিজ। ধারণা করা হয়, এককালে প্রাতিষ্ঠানিক আর্কিটেক্ট বা স্থপতি না থাকার কারণে রাজমিস্ত্রিকেই স্থাপত্যবিদ্যায় ওস্তাদ হওয়া লাগতো, সম্ভবত একারণেই বাংলায় রাজমিস্ত্রির আদি অর্থ হলো ওস্তাদ স্থপতি।

এখনকার রাজমিস্ত্রিরা প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারী স্থপতি নন। কিন্তু তাকে স্থপতির নির্দেশ ও পরামর্শ অবশ্যই বুঝতে হয় আর ওস্তাদ হতে হয় কাজে। সময়ের পরিক্রমায় আমরা রাজমিস্ত্রির সেমিটিক রাজ আর ইউরোপিয়ান মিস্ত্রি শব্দের মিলনের কথা ভুলে গেছি। তাই পাল্টে গেছে রাজমিস্ত্রির অর্থ। এখন রাজমিস্ত্রি মানে যে কারিগর ইটের ঘরবাড়ি বানায়।

(চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।