বাংলা ভাষায় প্রচলিত 'ফর্টি নাইন' টার্মটি ইংলিশ ভাষা থেকে আসেনি। এসেছে আয়ুর্বেদ শাস্ত্র থেকে। এ টার্মের বাংলা সংস্করণ হচ্ছে 'ঊনপঞ্চাশ বায়ু'। ঊনপঞ্চাশ বায়ুকেই আমরা ফর্টি নাইন বলে ভদ্র বানিয়েছি।
আয়ুর্বেদ শাস্ত্র মতে, মানব দেহে মোট ৪৯ প্রকার বায়ু আছে।
এসব বায়ুর কয়েকটি ক্ষেপলে বা ভারসাম্যহীন হলে মানুষটিই ক্ষেপে বা তার বুদ্ধিবিচার ভারসাম্যহীন হয়ে যায়। এসময় সে আবোলতাবোল বকে বা চিৎকার করে অথবা দৃষ্টিকটু কান্ডের জন্ম দেয়। কাজী নজরুল ইসলামের লেখায় এসেছে : 'ওকে ঊনপঞ্চাশে পেয়েছে, তা নৈলে কি এমন চোখের মাথা খেয়ে বসে'।
সাধারণত অহেতুক কেউ মেজাজ দেখালে আমরা বলি, তার মেজাজ ফর্টি নাইন হয়ে আছে। ফর্টি নাইন মানে মেজাজ অপ্রয়োজনে চরমে ওঠা।
(চলবে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।