আমাদের কথা খুঁজে নিন

   

আমার ঐতিহাসিক ১০০ লেখা

: দশে দশে একশ সবার তরে শুভেচ্ছা আঁখি মেলে দেখ শ । ******************** **** আমার যত লেখা । ***************** এক , ZUGER যুগের দর্শন দুই , কবিতা ও কাব্য সংকলন , মুক্তির বার্তা বা ** সত্যর মুক্তি তিন , হায়াতে দৌলত শাফায়াতের বাগান নুর নবী হযরত সাল্লাল্লাহু আলাইহেওয়াচ্ছাল্লাম এর শানে নাতে রাছুল চার , কবিতা দশে দশে একশ আঁখি মেলে দেখস , পাচ , লেখক বলেছেন: দশ ছয় , যখন আল্লাহু ব্যথিত আর কোন কিছুই ছিলনা তখনি নুর নবী হজরত সা আল্লাহর রাছুল সাত কবিতা : আমার দেশ মমতায় আকা আট , একেকটা সংবাদ জাতীর বিষাদ সিন্ধু নয় , শান্তির মহান দুত হায়াতুন নবী সা এর রওজা মোবারক বেহেস্তের চাইতে দামি দশ , আর ঈদ এক সুত্রে গাঁথা / যার ধর্ম তার কাদের মাথা ব্যথা । এগার , : আর যে নেই বরাদ্ধ চোখের ও জল । বার , হুমায়ুন আহমেদ ও মমিনুল মউজুদ্দিন এর সাথে একদিন ।

স্মৃতি ময় কথা । তের , নর ও নারী /জগতের গড়ি আরযত সব জানোয়ার । চৌদ্দ , বাংলাদেশ সুচনা সাহিত্য সংসদ বিশ্ব সেবা পুরস্কার দেবে ২০১৭ থেকে । পনের , সাহিত্য বিজ্ঞান দেশ ও সংবিধান ষোল , এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: পোষ্টের তো কিছুই নাই সতের , ভাঙ্গা গড়া এ সমাজ / উপন্যাস ১ম পর্ব আটার , : বিশ্বে বাঙ্গালীরা কেন? অবহেলিত উনিশ , গণনা সমচার বিশ , বিশ্বে আজ বাঙ্গালী কেন ? এত মত্ত পাগল একুশ , বাংলা , রাজনীতি এবং ধর্ম / মানুষ বিভ্রান্ত বাইশ , : একদিকে সম্মান ধুলায় লুটায় আর অন্যদিকে তেইশ , জাতীয় বিবেক নাটক চব্বিশ , সোনার মানুষ চেনা কবিতা পঁচিশ , রোদেলা হাসিতেও বৃষ্টির গন্ধ , কবিতা ছাব্বিশ , একটি ঐতিহাসিক ঘটনা সাতাশ , আমি বাংলার কবি আটাশ , হুমায়ুন আহমদের জন্ম স্মৃতির অর্ঘে কটি কবিতা ঊনত্রিশ , জীবনের হিসাব মিলাতে চল যাই হিমু সেজে ত্রিশ , কবিতা , মহাকাব্য সৃষ্টি বৈচিত্র্য ১ একত্রিশ , কবিতা : সৃষ্টি সুখের দৃষ্টিপাত মহাকাব্য থেকে বদত্রিশ , কবিতা : মহাকাব্য ফুলের মেলা তেত্রিশ /কবিতা মহাকাব্য রক্তের হোলি খেলা চৌত্রিশ ,কবিতা / বিশ্ব সাহিত্যর রত্ন শুধুই তুমি পঁয়ত্রিশ , কবিতা / সৃষ্টি সুখের দৃষ্টিপাত মহাকাব্য থেকে ,ছয়ত্রিশ , কবিতা / আহ্বান মহাকাব্য থেকে সাতত্রিশ ,কবিতা / সৃষ্টির সেরা আবেদন আটত্রিশ ,কবিতা / সাবধান বাংলাদেশের মুসলিম নিজেরা এক হও ঊনচল্লিশ , কবিতা / অনির্বাণ শিখা তিন বাহিনী সশশ্র দিবস উপলক্ষ্য *** চল্লিশ / চতুর্থ বাংলা ব্লগ দিবসে সবাইকে জানাই প্রানডালা লেখক বলেছেন: বিশ্ব সাহিত্য চমৎকার মানুষ একচল্লিশ / দুরন্ত শৈশব মজার স্মৃতি। বিয়াল্লিশ / পবিত্র মোহররম মাসের ১০ তারিখ বিশেষ বিশেষ ঘটনা ৯২/ বাংলাদেশে এই প্রথম বহুদলীয় জনমত বিনিময় ।

তেতাল্লিশ / নুর নবী হযরত মোহাম্মদ সা চাঁদ কে ইশারায় দু টুকরা করেছিলেন । ৪৪ / ইসলাম পন্থীদের ভ্রান্ত ধারনার জবাব এবং নবীজীকে জিন্দা জানা ইমানদারের পরিচয় ৪৫/ খারকানায় অগ্নিদহ শ্রমিকদের মৃত্যুতে আজ : ৪৬/হজরত শাহজালাল রা এর ইসলাম প্রচার এবং শানে আত্তাধিক মহত্ত ৪৭ / একটি জাগ্রত প্রস্তাব বাঙ্গালীর জাতীয় সত্ত্বায় ৪৮,/ : এস মিলিয়ে দেখি আমাদের মধ্য এসব গুন বিদ্যমান রয় কিনা *++** ৪৯/ : ঐতিহাসিক ম্যাগাজিনে পাটকের মতামত ৫০ / : ১৪ ডিসেম্ভর বাংলার শ্রেষ্ঠ সন্তান দের স্বরনে বুদ্ধিজীবী ৫১/ ১২/১২/২০১২ ইতিহাস কয় আসবেনা আর ৫২,/ নুর নবী হযরত মোহাম্মদ সা এর সাথে বেয়াদবির ফল ৫৩ / হযরত শাহ জালাল রা এর বাকি অংশ [কেরামতি ] ৫৪/ বিজয়ের কবিতা স্বাধীনতা আমার অহংকার ৫৫/ : কবি ও নবী পাক সাল্লাল্লাহু আলায়হেওয়াচ্ছাল্লাম এর হেদায়েত । ৫৬ / আদম ও হাওয়া আ এর সাথে শয়তানের ধুকাবাজি এবং ৫৭/ শুভ ব্লগ দিবস ২০১২ ইং আহা কি আনন্দ আকাশে ৫৭/ দুই । / রহস্য উপন্যাস প্রিয়তার দেখা ১ম খণ্ড ৫৮/ কটি নির্বাচিত কবিতা বিদ্রোহী এ মন ৫৯/ : দয়াল নবীজীর দিক নির্দেশ মানবের শাশ্বত মুক্তি ও ৬০/ বীরের দাম শোল আনা / বাংলার সব মানুষের জানা ৬১ / আল্লাহ এবং আউলিয়া গন কে চেনা মানবের মুক্তি । ৬২/ শুভ নব বর্ষ আসুক প্রভুর নামে / যিনি সব বানালেন ৬৩/ কবিতা , নববর্ষের বার্তা / :``>> ( B ... ৬৪/ কবিতা নববর্ষ শুভকামনা : ৬৫/ বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদ ৬৬/ : আজ পল্লী কবি জসিমউদ্দিনের ১১০ তম জন্ম বার্ষিকী ।

বাংলার চির সবুজ এই কবির স্মৃতিতে অনন্ত শ্রদ্ধা । ৬৭/ বাংলাদেশ কবি বার্তা সুশীল সমাজ ৬৮ / স্মৃতিচারণ : যিনি আজ দূর আকাশের তারা ২ বার ৬৯ / ইমন যুবারের যিনি আজ দূর আকাশের তারা ৭০ / ঈদে আযম ঈদে মিলাদুন্নবি সকল ঈদের সেরা ৭১/ বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা চলবেনা বন্ধ লেখক বলেছেন: গ্রামিন লোকজ শৈশব ও কুড়ানো অতিত বাক্য উপন্যাস ৭২/ একুশে ম্যাগাজিন একুশে বার্তায় লেখা আহবান । ৭৩/ একুশে বার্তায় লেখা চাই , মাতৃভাষা ভিত্তিক শ্রেষ্ঠ ৭৪/ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৭৫/ ইসলাম এবং তাত্ত্বিক আলোচনা , এখান থেকে যে কোন ৭৬/ একুশে ম্যাগাজিন একুশে বার্তায় লেখা আহবাণ । ৭৭/ ইমন যুবায়ের এর স্মৃতি স্মরণ সভা কোথায় , কিভাবে ৭৮/ : অলি আউলিয়াদের মাজার প্রসঙ্গ এবং তার হেফাজত ৭৯/ বাঙ্গালী আরেকবার গর্জে উট , আগে পড়ুন মতামতের জন্য । ৮০ / : মন হারাবার দিনে / ৮১ / আমাদের জাতীয় কবি কে তার গান জাতীয় সংগীত ৮২ / একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্য লেখা আহবান: থাকবে সেরা লিখিয়ে পুরষ্কার ।

৮৩ / হুঁশিয়ার সাবধান বিদ্রোহী দাবানলে ভণ্ডদের গাঁ জ্বলে কবিতা ৮৪ / অণু কাব্য মেয়ে তুমি ৮৫/ কবিতা আর কত অন্যায় চলবে ৮৬ / গ্রাম বাংলার গল্প বিচিত্রা । ৮৭/ কাবার কাবা মুমিনের ঈমান রত্ন নুর নবী হজরত , তার মুজেজা ও রহমত । ৮৮/ সখি ভালবাসা পালিয়ে বেড়ায় । ৮৯ । : জীবনের বাঁকে যদি কিছু থাকে ।

৯০ / : নজরুল বঙ্গে বিশ্ব সাহিত্য তার অঙ্গে ৯১ / পবিত্র ঈদে মিলাদুন্নবি সা হোক বিশ্ব মুসলিমের জন্য রহমতের । ৯২ থেকে ৯৯ একই লেখা জ্ঞানের প্রদিপ শিখা এম, জি , আর ,মাসুদ রানা , কবি / সম্পাদক / সমাজ সংস্কারক । জ্ঞানের প্রদিপ জ্বলে ঊটুক সকল প্রানে প্রানে তাই তো আমি শব্দ সাজাই নিত্য অভিধানে । সবার মাঝে ছড়িয়ে রয় যে আমার মায়ের ভাষা নিত্য আমি তারেই চষি ফলাই কাব্য খাসা বিশ্ব লোকে চেনা ভাবের নাই যে কোন সিমা তুলে আনে কবির কলম সে খোদারই মহিমা । আর যত সব জ্ঞান বিজ্ঞান রয় সৃষ্টির অন্তরালে ভাষার মধ্য লুকিয়ে থাকে সাজে তা বিদ্যাফলে ।

সেই ভাষাঐ চিত্র আঁকি নিত্য নতুন ছন্দে বুঝতে শিখে যারা পাঠে গভীর মনে জানার আনন্দে তারাই সফল তারাই গুনি এ জগতের নীড়ে কবি কহে সেই সাধনায় মগজে মুক্তিবার্তা ভিড়ে । ব্লগার জগতের সব বন্ধুদের প্রান ডালা শুভেচ্ছা  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.