আমাদের কথা খুঁজে নিন

   

ঐতিহাসিক ১/১১



আজ সেই ঐতিহাসিক ১/১১। ভোর সকালে (৫:৩০) ঘুম থেকে উঠে প্রথমে চোখে পড়ল আমার টেবিল রাখা অন্তত সুন্দর উপহার, যা দেখে মনটা কিন্ঞিত ভাল লেগে গেল এবং উপহার দেখা মাত্র বুঝে গেলাম আমার বড় ভাই লিমন ভাই(প্রিয় ব্যাক্তি) আমাকে তাহা দিয়েছে। তারপর মোবাইল চেক করে দেখলাম লোটন ভাই(প্রিয় মানুষ), আমিরুল মামা(চা ব্যাবসায়ি), ফেসবুকে দুজন বন্ধু(জয়ন্ত,বাতুল), আমার স্নেহের বোন ফাবিয়া ও ফেস টু ফেস আমার প্রিয় বন্ধু আমাকে ঐতিহাসিক ১/১১ জন্য আমাকে সাদর শুভেচ্ছা জানাল। তারপর ভোর সকাল ৫:৩০ দিনের শুরুটা করলাম সাইকেলে করে ঘুরে শীতের প্রাথমিক হাওয়া খেয়ে আসলাম মুগদা টু শাহাবাগ, টি এস সি, বুয়েট, রমনা পার্ক,বেইলি রোড,মগবাজার, হাতিরঝিল, খিলগাও এবং বাসা। অসাধারন একটা সাইকেল রাইড #cycle ride করে আসলাম ঐতিহাসিক ১/১১ আজকের এই দিনে।

পাশাপাশি আজকের ঐতিহাসিক ১/১১ এর এই দিনে আমি মোট ৩টি বিষয় সর্ম্পকে সচেতন থাকবো এবং মনে-প্রানে ওয়াদা করছি: ১. গিবত করা থেকে বিরত থাকবো। ২. পড়াশোনা ভাল করে চালিয়ে যাবো যতটুকু আমার দ্বারা সভ্মব হয়। ৩. আমার ফটোগ্রাফী স্বপ্নটাকে আর সামনে এগিয়ে নিয়ে যাবো। ধন্যবাদ যারা য়ারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। সকলের মঙ্গল কামনা করি।

আল্লাহ তা আলা আমাদেরর সবাইকে ভাল রাখুক এ কামনা করি্। আমিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.