আমাদের কথা খুঁজে নিন

   

অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার সব পথ বন্ধ করেছি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ওয়েস্টমিনিস্টার গণতন্ত্র অনুসরণ করছে। উচ্চ আদালতের রায়ের পর আমরা সংবিধানে সংশোধনী এনে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করার সব পথ বন্ধ করেছি। জনগণের ভোটের অধিকার আদায় নিশ্চিত করেছি। বৃহস্পতিবার সন্ধ্যায় বৃটিশ এমপি রুশনারা আলী ও শাবানা মাহমুদ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বৈঠক শেষে প্রধানন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, দেশের শীর্ষ আদালত এই ব্যবস্থা অবৈধ ঘোষণা করেছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী বর্তমান সরকারের শেষ ৯০ দিনে অন্তর্বর্তী সরকারের অধীনে সংসদ নির্বাচন হওয়ার কথা। ২০১১ সালে উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পর সংবিধানে এই সংশোধনী আনা হয়। এর মাধ্যমে বর্তমান সরকার ১৯৭২ সালের সংবিধানের চেতনা ফিরিয়ে এনেছে।

এদিকে প্রধান বিরোধী দল বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার পাশাপাশি নির্বাচন হতে দেবে না বলে ঘোষণা দিয়েছে।

শেখ হাসিনা বলেন, স্বাধীনতা লাভের পর থেকে বিগত মেয়াদে আওয়ামী লীগ সরকার ছাড়া কোনো সরকার শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করেনি। বর্তমান সরকারের মেয়াদে সকল স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। এসব নির্বাচনের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেনি। নির্বাচন কমিশনও পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করছে। ছবিসহ ভোটার আইডি কার্ড চালু করায় এখন আর ভোট কারচুপির কোনো সুযোগ নেই বলে দাবি করেন আওয়ামী লীগ সভানেত্রী।

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.