অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার পথে আজ বেলা ৩টায় সাতক্ষীরার দেবহাটা উপজেলা কুলিয়া এলাকা থেকে ১০ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি।
আটককৃতরা হলেন, নিত্যানন্দ রায় (২৫), সরজিত কবিরাজ (১৮), সনজিত মল্লিক (২৯), প্রদীপ রায় (৩০), প্রকাশ মন্ডল (২৪), মহেন্দ্র সরকার (১৯), শিবপদ মন্ডল (২৭), কাজল কুমার সরকার (২৫), কৃষ্ণ মন্ডল (১৮) ও চন্দ্র কান্ত (৫২)। আটককৃতদের বাড়ি সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়।
সাতক্ষীরা বিজিবি ৩৮ ব্যাটালিয়নের শাখরা বিওপির নায়েক সুবেদার জসিমউদ্দিন সাংবাদিকদের জানান, অবৈধভাবে ভারত থেকে আসার অভিযোগে তাদেরকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে থানায় একটি মামলা করা হয়েছে বলে তিনি জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।