আমাদের কথা খুঁজে নিন

   

অবৈধভাবে আমদানিকৃত ৩ ট্রাক কমলা ও আঙ্গুর জব্দ

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে শুল্ক ফাঁকির মাধ্যমে অবৈধভাবে আমদানি করা তিন ট্রাক কমলা ও আঙ্গুর জব্দ করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিজিবি ও টাস্কফোর্স এসব ফল জব্দ করে।

আটককৃত ফলের মধ্যে কমলা রয়েছে ১৫ হাজার ৭৪১ কেজি এবং আঙ্গুর রয়েছে ১৩ হাজার ২৩০ কেজি। এসময় ট্রাক তিনটিকেও আটক করা হয়।

বিজিবির সুবেদার মেজর আব্দুল মান্নান জানান, রাত ৯টার দিকে ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর বিশেষ টহল দল এবং টাস্কফোর্সের সদস্যরা ধোপপুকুর এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে কমলা ও আঙ্গুর পাচার করার সময় তা আটক করে।

ট্রাকসহ আটককৃত মালামালের মূল্য ১ কোটি ৮০ লাখ ৭ হাজার ১৫০ টাকা। এসব মালামাল ও ট্রাক চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.