অবৈধভাবে গর্ভপাত ঘটানোর দায়ে দিনাজপুর সদর হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক ডাঃ হজরত আলীসহ ২ জনের ৮ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর করে সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মাইনুল করীম গতকাল আজ দুপুরে এই রায় ঘোষনা করেন।
আদালত সূত্রে জানাযায়, দিনাজপুরের বেঁচাগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের আমিনুল ইসলামের কন্যা আনিসা বেগম-এর সাথে একই উপজেলার ইসলামপুর গ্রামের নওয়াবউদ্দীনের পুত্র মোস্তাফিজুর রহমানের প্রেম সম্পর্ক ছিলো। বিয়ের প্রলোভন দেখিয়ে মোস্তফিজুর তার সাথে অবৈধ দৈহিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে গর্ভবতী হয়ে পড়ে আনিসা বেগম।
গত ১৯৯৯ সালের ২২ এপ্রিল প্রেমিক মোস্তাফিজুর রহমান বিয়ের প্রলোভন দেখিয়ে দিনাজপুর শহরে এনে দিনাজপুর সদর হাসপাতালের চিকিতৎসক ডাঃ হজরত আলীর মাধ্যমে আনিসা বেগমের ৫ মাসের সন্তানকে জোরপুর্বক গর্ভপাত ঘটায়।
অবৈধভাবে গর্ভপাত ঘটানোর অভিযোগে আনিসা বেগমের পিতা আমিনুল ইসলাম বাদী হয়ে গত ১৯৯৯ সালের ৩০ এপ্রিল বেঁচাগঞ্জ থানায় ডাঃ হজরত আলী ও প্রেমিক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলার স্বাক্ষ্য প্রমান শেষে বিচারক আজ এই রায় ঘোষনা করে ডাঃ হজরত আলী ও মোস্তাফিজুর রহমানকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।