হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...
নীলাকাশটা যেন ছাই-রঙা জলছাপ,
পুঞ্জীভূত মেঘের খেলা
বৃষ্টির অবহেলা-
বাতাসের বুক জুড়ে বিরহের পরিতাপ!
নির্নিমেষ দৃষ্টি মেলে দিগন্ত রেখায়
খুঁজে ফিরি চেনা রঙ
ক্লান্ত অবলোকন,
তবু ঘুম নেই চোখের পাতায়!
প্রতিশ্রুতি, কিছু শব্দ, হাসি, নীরবতা-
ক্ষণিকের আয়োজন,
অহেতুক শিহরণ-
অপরিচিতের তরে এ কেমন ব্যাকুলতা!
উল্লাসে, উচ্ছ্বাসে, উদ্ভাসে, উৎসবে,
উৎসাহে অকারণ-
হারায় অজান্তে মন,
একাকী সত্বা তবে কেন কাঁদে কলরবে!
ব্যস্ততার নিরাবেগ নদী বয়ে যায়,
তবু শুনে যাও,
দু'হাত বাড়িয়ে দাও-
আছি অনন্ত প্রতীক্ষায়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।