আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের অনুভুতি কি প্রশ্নবিদ্ধ ?

প্রত্যেকে মোরা পরের তরে আমি একজন নাদান ব্লগ পাঠক, লেখক হিসাবে যোগ্যতা অর্জন করা এখনো সম্ভব হয় নাই। কিন্তু আজকে দৃষ্টি আকর্ষণ পোষ্ট এবং তাতে লেখা অসংখ্য কমেন্ট পড়ে আমি কিছুটা হতবিহব্বল। আমি ইসলাম ধর্মের আনুসারি, যতদূর জানি আমার ৬ পুরুষ পর্যন্তও মহান এই ধর্মের অনুসারি ছিল। ইনশাল্লাহ, আল্লাহ পাক রহমত করলে আমার পরবর্তী জেনারেশনও সঠিক এই পথই অনুসরণ করবে। আমি হয়তো ৫ ওয়াক্ত নামায পড়তে পারি না, তবে বেশিরভাগ ওয়াক্তি আল্লাহকে স্বরন করার সুযোগ পাই।

আজ পর্যন্ত জুম্মার নামায নিজ থেকে মিস করি নাই বলেই মনে হয়। তো যে কারনে নিজেকে নিয়ে এতো কথার অবতারনা করলাম তার কারন হল ব্লগে কিছু লিখতে গেলে লিগ, দল, পার্টি, জামাত, শিবির, পাকি, ভারতী, দালাল, ছাগু, আস্তিক, নাস্তিক এইসব ট্যাগ দিয়ে দেয়া হয়। এখানে বাংলাদেশি নামে কোন ট্যাগ আজ পর্যন্ত আমার চোখে পড়ে নাই। আমরা মোগল, ব্রিটিশ, পাকি আর এখন বৃহৎ শক্তির হাতে মার খাচ্ছি। এই মার আমরা খেয়েই যাব কেননা আমাদের মধ্যে কোন দেশ প্রেম নাই, জাতি সত্তাও প্রায় লুপ্ত।

আমরা জানিনা কে কিভাবে আমাদের মারছে। কারন আমরা বোধ শক্তি হীন হয়ে গেছি। বনের পশুর মতন শুধু নিজের চাহিদা পুড়নে ব্যস্ত, আর সেটা যেভাবে হোক না কেন। আমরা আমদের ধর্মকে ভালবাসি। আমরা মহানবি (সাঃ) এর দেখান পথ অনুসরণ করি।

আসলেই কি করি, আমার মনে হয় না কারন আমাদের পেয়ারা নবী (সাঃ) কখনই কাউকে আঘাত করেননি এবং নিজের উপর যে আঘাত করেছে তাকে তো কিছু বলেনি বরং আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করেছেন যাতে তারা সঠিক পথে আসে। এই ঘটনার অসংখ্য উদাহরন আছে, যা বলার অবকাশ রাখেনা। কেউ যদি আমাকে কোন প্রাণীর বাচ্চা বলে গালি দেয় আমি কি তাহলে সেই প্রাণীর বাচ্চা হয়ে যাব, আমি তা মনে করি না। কেউ যদি আমাকে নিয়ে খারাপ কথা বলে তাহলে আমি কি সেই খারাপটি হয়ে যাব, মোটেই না। কারন আমি জানি আমি কি।

ঠিক একি ভাবে কে আমাদের আল্লাহ, আমাদের রাসুল এবং আমাদের ধর্ম নিয়ে অসাড় কথা বা লিখা লিখলেই কি তা সত্য হয়ে যাবে, মোটেই না, কারন আমাদের ধর্ম এতো ঠুনকো নয় যে কি কি বল্ল বা কি করলো তাতে আমাদের হায় হায় রব উঠে যাবে। মিথ্যা এবং অন্যায় কথা ও কার্যকলাপের (এখন যা নোংরা ফিল্ম , এবং নোংরা এনিমেশন) প্রতিবাদ করার জন্য আমাদের ভাষা এবং আচরণ কেমন হতে হবে তা যারা ইসলাম ধর্মের সঠিক অনুসারী তারা ঠিকি জানেন কেননা আমাদের পেয়ারা নবী (সাঃ) এইসব ব্যপারে কি বলেছেন তা বিস্তারিত বিভিন্ন হাদিসে বর্ণনা করা আছে। আমি ধর্ম এক্সপার্ট না, তাই রেফারেন্স টানতে পারলাম না, কিন্তু ছোট বেলা বাবা, মা এবং বাসার হজুরের কাছ থেকে জেনেছি এবং নিজের ভেতরে লালন করি। আমরা রাস্তায় মিছিল করলাম- কিন্তু যারা এইসব (নোংরা ফিল্ম , এবং নোংরা এনিমেশন) করেছে তাদের কানে কি তার কোন আওয়াজ পৌঁছেছে ? আমরা হরতাল ডাকলাম এতে যারা এইসব নেক্কার জনক কাজ করেছে তাদের কোন ক্ষতি হয়েছে না আমাদের দেশের ক্ষতি হয়েছে ? আমরা কেন নিজেদের ক্ষতি করে ওদের হাসির খোরাক হচ্ছি। আমরা যদি তাদের এইসব কে পাত্তা না দেই তাহলে তারা এই সব করে আমাদের কোন সমস্যা কি আদৌ করতে পারবে ? আমাদের অনুভতি কি এতোই ঠুনকো ? যাই হোক, অনেক বলে ফেল্লাম।

কারো মতের মিল নাও হতে পারে - সেটা নিজ গুনে ক্ষমা করবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।