আমাদের কথা খুঁজে নিন

   

শংকর গোবিন্দ চৌধুরী

আজ ১৩ সেপ্টেম্বর, শংকর গোবিন্দ চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন একজন রাজনীতিবিদ, সমাজসেবী এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তার জন্ম ১৯২৬ সালের ৪ মার্চ, নাটোরে। তার বাবা জ্ঞানদা গোবিন্দ চৌধুরী ছিলেন নাটোর ভবানীর জমিদার এবং বেনারস বিশ্ববিদ্যালয়ের সেই সময়কার গ্র্যাজুয়েট। শংকর গোবিন্দ চৌধুরী ১৯৪৫ সালে বগুড়ার আদমদীঘি হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করে উচ্চশিক্ষার্থে কলকাতার বিদ্যাসাগর কলেজে ভর্তি হন।

১৯৪৭ সালে বিএসসিতে অধ্যয়নকালে ভারত বিভক্তির সময় নানা প্রতিকূল পরিবেশে তার শিক্ষাজীবনের সমাপ্তি ঘটে। ছাত্রজীবনেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত হন এবং ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৫৪ সালে তিনি অনিমা চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং সে বছরই আওয়ামী লীগে যোগদান করেন। ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের আইয়ুববিরোধী আন্দোলন এবং এরশাদের শাসনামলে স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ছয় দফা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের দায়ে তাকে এক বছর কারাবরণ করতে হয়।

১৯৬৯ থেকে '৮৪ সাল পর্যন্ত তিনি বেশ কয়েকবার নাটোর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। একাধিকবার নাটোর সদর থেকে এমপি নির্বাচিত হন। '৭০ সালের সাধারণ নির্বাচনে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। '৭১ সালে মুক্তিযুদ্ধে ৭ নম্বর সেক্টরের জোনাল কাউন্সিলের ভাইস চেয়ারম্যানও ছিলেন। '৭২ সালে সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন।

'৭৫ সালে বঙ্গবন্ধু তাকে নাটোরের গভর্নর নিয়োগ করেন। একই সাল থেকে আমৃত্যু তিনি নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। '৯১ সালে তিনি আওয়ামী লীগের হয়ে নাটোর সদর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তিনি ছিলেন নাটোর রানী ভবানী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি।

এ ছাড়া নাটোরের বনলতা হাইস্কুল, বড়গাছা বালিকা উচ্চবিদ্যালয়, শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়সহ নাটোরের ডায়াবেটিক সেন্টার ও সুগার মিল তারই অক্লান্ত প্রচেষ্টায় গড়ে ওঠে।

-শোভন চক্রবর্তী

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.