আমাদের কথা খুঁজে নিন

   

ফখরুদ্দিন সাহেব আমার ১দিনের বেতন খাইছে !

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

এই মাসের শুরু থেকে বৃহ¯প্রতিবরে একটু নিয়মে হালকা করা হল, সপ্তাহের অন্যদিনের সকাল ৯.০০টার পরিবর্তে ৯.৩০ টায় অফিসে পৌছালে হবে। এর ১ মিনিট বেশী হয়ে গেলে লেট এটেনডেন্স। আর ৪দিন লেট হলে ১দিন হিসেবে বেতন কাটা। এবং এব্যপারে কোন কমপ্রোমাইজ চলবেনা। বসও খুব কড়া।

তাই সপ্তাহের অন্য যেকোন সকাল থেকে আজকের দিনের সকালটা একটু রিল্যাক্স করেই আসি। ৩০ মিনিট কম সময় নয়, তাই বাসা থেকেও বের হই একটু দেরীতে। কিন্তু হায় বিধিবাম সকাল ৯.১০ - ৯.২০ এর মধ্যে ফার্মগেট পৌছামাত্রই গাড়ির সারি দেখে জ্যামের কারণ বুঝতে বাকী রইলনা। প্রধান উপদেষ্টা সাহেব সামনের রাস্তা দিয়ে অফিসে যাবেন তাই খামারবাড়ী-ফার্মগেট রাস্তাটি বন্ধ। তাকে ভিআইপি সম্মান দিতে দিতে প্রায় ২০ মিনিট লেগে গেল মানে ৯.৩৫ এ জ্যাম ছাড়ল।

তাতে কারওয়ান বাজারস্থ অফিসে পৌছতে পৌছতে লেট তো লেট সুপার লেট হয়ে গেল। প্রায় ৯.৪৫ এ তখন অফিসে এসে দেখি attendanceখাতায় ততক্ষনে লাল কালি পড়ে গিয়েছে। আজ এই বৃহ®প্রতিবার নিয়ে এই মাসে ৪ বৃহ®প্রতিবারে ৪দিনের লেট। আর এই লেটগুলো হয়েছে প্রতি বৃহ®প্রতিবার খামারবাড়ী-ফার্মগেট রোডে । এই কথা যখন ভাবছি ততক্ষনে attendance officer ফখরুদ্দিন সাহেব আমাকে জানিয়ে দিয়ে গেলন “এ মাসে আপনার ১দিনের বেতন কাটা হয়েছে, পরবর্তীতে সতর্ক থাকবেন” মনে মনে বলি “ফখরুদ্দিন ভাই, ১ দিনের বেতন তো খাইলেন কিন্তু আপনার জন্যেই তো রাস্তায় অপেক্ষা করতে করতে আমার এই লেট, সেই কথা এখন বুঝব কে?”


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.