আমাদের কথা খুঁজে নিন

   

এ শুধু আমার নিজের মস্তিস্কের কথা

আমার সখের কাজের ভিতর সব চাইতে প্রিয় যে কাজটি তা হোলো পুরনো অ্যালবাম সংগ্রহ করা আর তা যে কোন মুল্লেই .। সেদিন একুশে টিভিতে মিডিয়া গসিপ অনুষ্ঠানটি দেখছিলাম অতিথি ছিলেন বেলাল খান আর কাজী শুভ । তানভীর ভাই একটা প্রশ্ন করেছিলেন যে অনেক নতুনরা আসছে অনেক গান হচ্ছে কিন্তু গানের মান কি সেভাবে বেড়েছে? বেলাল খান আর কাজি শুভ যে উত্তরটা দিয়েছেন তা ছিল এমন... অনেক নতুনরা আসছে কাজ করছে তবে অতটা ভালো ভাবে স্রোতাদের চাহিদা অনুযায়ী গান খুব কমই হচ্ছে ... উত্তরটা খুবি ভালো লেগেছে তবে আপনারাই বলুন বেলাল এর মত সঙ্গীত পরিচালক বা কাজি শুভর মত সে দিনের শিল্পীর মুখ থেকে কি কথা গুলো মানায় ?? এই কথা গুলো যাদের উদ্দেশে বলা উচিত তাঁদের মুখথেকেই শুনতে হচ্ছে এমন গুরু গাম্ভীর্য কথা ।। আসলে আমাদের অডিও ইন্ডাস্ট্রিটাই এখন এই অবস্থা একটা দুটো গান করে হিট হয়ে নিজেরাই নিজেদের লিজেন্ড ভাবে এই কথা গুলো যদি বলতেন প্রিন্স ভাই অথবা টিপু ভাই কিংবা মাকসুদ,আয়ুব বাচ্চুর মতো জীবন্ত লিজেন্ডরা মেনে নিতে পারতাম একদিন ঈদ এর একটা প্রোগ্রাম দেখছিলাম প্রিন্স ভাইর কুমার বিশ্বজিৎ দা আর বাপ্পা দা ছিলেন , সেদিন দেখেছি গুনি মানুষদের গুনটা কেমন হয় কুমার বিশ্বজিৎ দার সাথে প্রিন্স ভাই এতো নম্র আর আর শ্রদ্ধা ভরা মন নিয়ে কথা বলছেলেন জা দেখে আমি অবাক,তাঁর শরীরের ভাষা বলে দিচ্ছিল তিনি কতটা বড় মনের মানুষ,আর আজকাল দেখা যায় আরেফিন রুমি অথবা মিলা হৃদয় খান দের মতো সিঙ্গার রা ক্যামেরার সামনে আসার আগে একবার পার্লার এ জেতেই হবে সামনে যত গুনি মানুষই থাকুকনা কেন পায়ের উপর পা তুলে বসতেই হবে,হায়রে হালের ক্রেজ তোদের কাছ থেকেই তোদের ভক্তরা শিখছে যত অসভ্যতা, রুমি,শুভ,বেলাল হৃদয় খান আর যত আছিস আজাইরা সিঙ্গার কান খুলে শুনে রাখ তোরা বানের জলে ভাইসা আইসা আবার হারাইয়া ও যাবি বানের জলে কিন্তু যাদের গড়ে দেওয়া প্লাটফ্রমে বসে আজকে গলা ছেড়ে গান গেয়ে যাস তাঁদের সম্মান করতে সেখ, এখনি নিজেদের বড় কিছু ভাবিস না একবার যদি তোরা বুঝতে পারতি ৯০এর সঙ্গীত পরিচালক বা শিল্পিদের কতটা জনপ্রিয়তা বা তাঁদের প্রতি তাঁদের ভক্তদের ভালবাসা কেমন তাহলে বুঝতি লিজেন্ড কিভাবে হওয়া যায় আর কাকে বলে সুপার স্টার আরে আমরা একজন ড্রামার কে যেই পরিমান ভালবাসি তোরা তাঁর এক বিন্দু ও এখন পর্যন্ত অর্জন করতে পারিসনি ...... ভালো থাক বড় হ আরও বড় হইয়া আরও ৫ ৬টা বিয়া কর তাঁর পড়ে সব ছাইরা পালা।। আবার আমাদের ৯০ এর সকল ব্যান্ড আসছে ফিরে দেখবো তখন কিভাবে টিভির সামনে বসে পা নাড়াস ...। এই অবাঞ্ছিত শিল্পিদের ভক্ত যারা আছেন তাঁদের বলছি কোন কমেন্ট করার আগে একবার অন্তত ৯০ এর যে কোন একটি ক্যাসেট এর গান শোনার পর ভাব্বেন যে কি কমেন্ট করবেন আর না করলে আরও ভালো---->>>রবিন এডমিন সুরের আকাশ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.