আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় ব্লগার্স, আসুন নাজাত দিবস পালন করি!

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

প্রথমেই অভিনন্দন জানাই সাথী ব্লগার্সদের যারা একটা কঠিন সংগ্রামের মাধ্যমে একটা বিজয় অর্জন করেছেন। অবশেষে অমনিবাস/অ:র:পি:/অমি রহমান পিয়াল, কেমিকেল আলী, তারেক রহিম, অলৌকিক হাসান ব্যান হয়েছেন। এবার আশা করা যায় ব্লগ একটা পবিত্র যায়গায় পরিনত হবে। আমরা সবাই এখানে এসে অশেষ পূণ্য অর্জন করবো। এই কঠিন কর্মসাধনে কঠিন সংগ্রামী ভূমিকার জন্য যাদের অভিনন্দন জানাতেই হচ্ছে, তারা হলেন: ইবনে সালাম ঘোড়ার ডিম আশরাফ রহমান ফজলে এলাহি ত্রিভুজ মাহমুদ রহমান এবং তাদের ব্যবহূত নিক সমূহ। ( যদি কারো নাম বাদ পড়ে গিয়ে থাকে দয়া করে মাফ করে দেবেন) আমাদের আরেক সহব্লগার পাহাড় এই দিনটিকে "নাজাত দিবস" হিসাবে পালনের প্রস্তাব দিয়েছিলেন। তার প্রস্তাব সমর্থন করে আসুন আজকের দিনটাকে নাজাত দিবস হিসাবে পালন করি। কিন্তু সমস্যা হলো - নাজাত দিবস কিভাবে পালন করা হয় সেই বিষয়ে আমার কোন জ্ঞান না থাকায় সহব্লগারদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করছি। বলে রাখি, নাজাত দিবস পালন করতে দেখেছি এরশাদের শাসনামলে ফ্রীডম পার্টি ১৫ আগস্টকে এই নামে পালন করতো। কি আর করা ..আসুন আপাতত এই দিনটিকে একটা গান দিয়ে শুরু করি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.