আমাদের কথা খুঁজে নিন

   

কইনছেন দেহি ৪: চোখের ডাক্তার দেখান তাড়াতাড়ি

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

উপরের ছবি দুইটার মধ্যে কোনটা বেশী ডাইনে হেলানো? কইনছেন দেহি? না বুঝতে পারলে, আসেন, রুলার-কম্পাস নিয়া বইসা যান। ********************************************* আসলে উপরের পাশাপাশি রাখা দুটো ছবি কিন্তু একই ছবিকে কপি-পেস্ট করে দুবার বসানো হয়েছে ... একদম সেইম ছবি... কিন্তু আমাদের ভিজুয়াল আন্ডার্স্ট্যান্ডিংয়ের কারণে ডানেরটাকে বেশী হেলানো মনে হয় ...অথবা কমসেকম এটা মনে হয় যে দুটো ছবি দুটো ভিন্ন এ্যাঙ্গেল থেকে তোলা ... এটার কারণ, আমাদের মস্তিষ্ক ছবিদুটোকে পাশাপাশি দাঁড়ানো দুটো টাওয়ারের তোলা একটা ছবি হিসেবে কল্পনা করে ফেলে ... আর ঝামেলাটা বাঁধে তখনই ... ইল্যুশনের সৃষ্টি হয় ...ইল্যুশন আমাদের চিন্তায় ফেলে দেয়, 'আমরা যা দেখি আসলেই কি তা-ই ঘটছে?' এটা আমার খুবই পছন্দের একটা ইল্যুশন ... কারণ ব্যাপারটা যেমন মজার, তেমনি সিম্পল ...একটা রেললাইনের ছবি তুলে আজই আপনি এরকম একটা ইল্যুশন তৈরী করতে পারবেন ... কয়েকমিনিটের মামলা (ছবি ইন্টারনেট থেকে কাটিং-পেস্টিং করা হইয়াছে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।