যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে
হায়দার গেল তার এক বন্ধুর বাসায়।
ড্রয়িং রুমে বসে রং চা গিলছে আয়েশ করে, হঠাৎ দেখল পর্দার ফাঁক দিয়ে ভারী কাঁচের চশমার একজোড়া চোখ টাকে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছে। একটা বাচ্চা ছেলে, পন্ডিত পন্ডিত ভাব। নিশ্চয়ই বন্ধু কামরুলের ছেলে, একদম বাপকা ব্যাটা!!
মীরজাহানের বাচ্চাদুটোর সাথে পরিচয় হবার পর থেকে আজকাল বন্ধুদের বাসায় গিয়ে বাচ্চাদের দেখলেই হায়দারের বুক ধড়ফড় করে উঠে।
তাও সাহস করে বলল, 'খোকা এদিকে এস।
'
যা ভুল করার করে ফেলল বেচারা, আবার গেল ফেঁসে।
বাচ্চাটা এসে একটা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থেকে গম্ভীর গলায় বলল, 'বলতো দেখি?'
হায়দারের গলা শুকিয়ে এল। তার মনে হলো সে জীবনে এত নার্ভাস ফীল করেনি, এমনকি ২০ বছর বয়সে যখন পাশের বাসার টুনটুনির সাথে প্রথম কথা হয়েছিল সেদিনওনা।
তা সাহস করে বলল, 'কি বলব, আঙ্কেল?'
বাচ্চাটার চেহারায় ভাবান্তর নেই। বলল, 'পাঁচটা প্রশ্ন করব, দেখি তুমি কয়টা পার।
' বলে আবার মুচকি হাসল।
'বল, শুনি। ' হায়দার একটু সাহস সঞ্চয় করে বলল।
বাচ্চাটা বলল,
' এক: 'দ্য হান্ড্রেড ইয়ার ওয়ার' কত বছর ধরে চলেছিল? ক. ১১৬ খ.৯৯ গ.১০০ ঘ. ১৫০
হায়দার: জানিনা
বাচ্চা: দুই, কোন দেশে পানামা হ্যাট তৈরী হয়? ক. ব্রাজিল খ.চিলি গ.পানামা ঘ. ইকুয়েডর
হায়দার: হুমম, বলতে পারছিনা।
বাচ্চা: তিন, কোন মাসে রাশিয়ানরা 'দ্যা অক্টোবর রিভোল্যুশন' উৎসব পালন করে? ক. জানুয়ারী খ. সেপ্টেম্বর গ. অক্টোবর ঘ. নভেম্বর
হায়দার (কাতর মুখে): পারছিনা, স্কিপ।
বাচ্চা: কিং জর্জ-৬ এর ফার্সট নেইম কি ছিল? ক. এডার খ.আলবার্ট গ.জর্জ ঘ.জন
হায়দার: জানিনা। (কাঁদকাঁদ প্রায়)
বাচ্চা: ক্যানারী আইল্যান্ডের নাম কোন প্রাণীর নামের উপর ভিত্তি করে হয়েছে? ক. ক্যাঙারু খ.পাপ্পি গ.ক্যানারী বার্ড ঘ. ইঁদুর
হায়দার (মনে মনে): মাফ কর বাবা।
বাচ্চা (খেপে গিয়ে): তুমি তো কিছুই জাননা। তোমার আজই এনসাইক্লোপিডিয়া অভ ব্রিটানিকা কেনা উচিৎ। না হলে আগামী সপ্তায় বাসায় এস, আমি নতুনটা কিনব আর তখন আমার আগেরটা তোমাকে দিয়ে দেব।
হায়দার (মিনমিনে স্বরে) : আচ্ছা।
সেই রাতেই হায়দার এনসাইক্লোপিডিয়া অভ ব্রিটানিকা কিনে বাসায় ফিরল। গাধাটা এত সোজা সোজা প্রশ্নেরও উততর দিটে পারলনা।
কন তো দেখি কেন?
(জাংক মেইলে পাওয়া জিনিস সেইভাবেই তুলে দিলাম )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।