আমাদের কথা খুঁজে নিন

   

কইনছেন দেহি -2

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

[বিকেলের কফিটা হাতে নিয়ে কম্পিউটার স্ক্রিণের দিকে চেয়ে আছেন, তাইতো?; কিছুকরার নেই? ... একটু মাথার ব্যায়াম করলে কেমন হয়? দেখি তো কার মাথায় কত বুদ্ধি? ... ] ঢাকা থে কে প্রতি ঘণ্টায় চিটাগাং যায় তিনটি ট্রেন। সকাল ছয়টা থেকে শুরু হয়, প্রতি ঘণ্টার স্লটে 00, 20, 40 তম মিনিটে ট্রেণ ছাড়ে। প্রত্যেকটি ট্রেণ তিন ঘন্টায় চিটাগাং পৌঁছে। চিটাগাং থেকেও একই অবস্থা, শুধুতফাৎটা হলো প্রতি ঘণ্টার স্লটে 10, 30, 50 তম মিনিটে ট্রেণ ছাড়ে। ঢাকাগামী আর চিটাগাংগামী রেললাইন দুটো পুরোটা পথই পাশাপাশি সমান্তরাল। ধরুন, আপনি বেলা 12 টার ট্রেণে ঢাকা থেকে চিটাগাং রওয়ানা হলেন। প্রশ্ন হলো, আপনি যাবার পথে মোট কতগুলো 'চিটাগাং - টু - ঢাকা' ট্রেন কে ক্রস করবেন? (যদিও কল্পনা করাটা দুরূহ হতে পারে, তবুও ধরতে হবে যে সবগুলো ট্রেনই ঠিক সময়মতো ছাড়ে এবং ঠিকসময়মতো পৌঁছায় ... ...)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।