আমাদের কথা খুঁজে নিন

   

কইনছেন দেহি 4: বিকিকিনি বড় ঝামেলা

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

[গাঢ়] মন্তব্য না পড়ে টেরাই দ্যান ... ধাঁধাটি পড়ে শেষ হবার 1 মিনিটের মধ্যে যে উত্তরটা সঠিক মনে হবে, সেটা লিখুন। সময়ের ব্যাপারে সৎ থাকবেন [/গাঢ়] পড়েন, খুব খিয়াল কইরা **************************************************** এক লোক বাজারে গেছে চপ্পল কিনতে। বেলা 11টা। এক দোকান থেকে চপ্পল কিনল, বিশ টাকা দিয়া। দোকানদারের ব্যাবসা ভাল যাইতেছিলনা।

এখনও কিছুই বিক্রী হয়নাই। কাস্টমার আসতে দেইখা সে ভাবল, লাভ ছাড়াই বেচি। অন্তত বউনিটা করি। তাই বিশ টাকাতেই দিয়া দিল চপ্পল। এখন, ক্রেতা তারে দিল 100 টাকার একটা নোট।

ব্যাটা দেখে ক্যাশে ভাংতি নাই। সে দোকানের পিচ্চি ছেলেটারে নোটটা দিয়া পাঠাইল পাশের দোকানে ভাংতি আনার জন্য। পিচ্চি একমিনিটের মধ্যে ভাংতি নিয়া আসল। দোকানদার ক্রেতাকে বিশ টাকার চপ্পল প্যাক কইরা সাথে ভাংতি 80 টাকা দিয়া দিল। কইল আলহামদুলিল্লাহ।

তখন বেলা 11টা 10। বেলা ঠিক 12টার সময়, পাশের দোকানের মালিক হন্তদন্ত হইয়া ছুইটা আসল। দাঁত খোচাইতে খোচাইতে কইল, 'খলিল মিয়া, একটু আগে জাল নোট ফাডাইলা ক্যা?' দোকানদার থতমত খাইয়া গেল, বলল, 'তাই নাকি? দাড়ান, পালটাইয়া দিতাছি। ' দোকানদার ক্যাশ থেকা একটা আসল একশ টাকার নোট বাইর কইরা পাশের দোকানদারকে দিল। এখন তার মনও খারাপ, মাথাও গরম।

সে হিসাব কইরা কুল পাইতেছেনা তার মোট কত লস হইল!! কখনও ভাবে, 100 টাকা, কখনও ভাবে 120, কখনও ভাবে 80 টাকা , কখনও ভাবে 180 ... আবার কখনও ভাবে 200 টাকা। আপনের কি মনে হয়? কত লস হইছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।