যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে
(আইজকা আমার অনেক সময়, পোস্ট দিয়া ফাটায়া ফালামু, সব আছর নামায়া ফালামু!!! হুহাহাহাহা)
এখন চামে আমি একটা পাটিগণিতের অংক দিয়া দেই, দেখি কার মাথায় কত বুদ্ধি!!!
এক লোক কতগুলা ডিম নিয়া হাটে গেছে ডিম বেচতে; প্রথম এক লোক আইসা বলল, আপনার কাছে যতগুলা ডিম আছে তার অর্ধেক plus একটা ডিমের অর্ধেক আমারে দ্যান। লোকটা দিল। পরের ক্রেতা আইসাও একই কথা কইল, লোকটাও ডিম দিল। তিন নম্বর ক্রেতা আইসাও একই কথা কইল, লোকটা আবার বেচল। তারপর লোকটা দেখল তার ডিমের ওড়া খালি হইয়া গেছে। মজার ব্যাপার হইল, এত জটিল বিকিকিনি তিন তিনবার করার পরেও লোকটাকে একটা ডিমও ভাঙতে হয়নাই।
1. এখন কইনছেন দেহি, লোকটা কয়টা ডিম নিয়া গেছিল?
2. লোকটা জানতে পারল যে এই হাটে প্রতি কাষ্টমারই ডিম কিনার সময় ঐ নিয়মে ডিম কিনে। লোকটার প্ল্যান হইল পরদিন সে দশজনের কাছে ডিম বেচবে। এখন কইনছেন দেহি, একটা ডিমও না ভাইঙা দশজনের কাছে বেচতে হইলে লোকটারে কয়টা ডিম নিয়া বাইর হইতে হইব?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।