আমাদের কথা খুঁজে নিন

   

কইনছেন দেহি খ্যাত কৌতুক অভিনেতা মন্টু ভাই নেই

অযথা ঝগড়া বিবাদ ভাল লাগে না। শিক্ষা বলতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়। সু শিক্ষা চাই সর্বত্র। না ফেরার দেশে মতো চলে গেলেন প্রখ্যাত কৌতুক অভিনেতা সিরাজুল হক মন্টু ভাই। শনিবার রাত ৯ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। বাংলাদেশ টেলিভিশনের প্রথম ম্যাগাজিন অনুষ্ঠান ফজলে লোহানী উপস্থাপিত ‌'যদি কিছু মনে না করেন' এর নিয়মিত পর্ব ' কইনছেন দেহি' তে অভিনয় করে জনপ্রিয়তা পান মন্টু ভাই। ১৯৪৭ সালে স্থানীয় সিটি ক্লাব থেকে অমরাবতী মঞ্চে ‘টিপু সুলতান’ নাটকে টিপুর ছোট ছেলে মোয়াজুদ্দিনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। টেলিভিশনে শুরুতে তিনি ‘বি’ গ্রেড ভুক্ত হলেও দেশ স্বাধীন হবার পর তিনি বিটিভির ‘এ’ গ্রেড তালিকাভুক্ত হন।

টেলিভিশনের পাশাপাশি তিনি শুরু থেকেই বাংলাদেশ বেতারের একজন নিয়মিত তালিকাভুক্ত শিল্পী ছিলেন। অসুস্থ হবার আগ মুহূর্ত পর্যন্ত মন্টু ভাই হানিফ সংকেতের ‘ইত্যাদি’তে নিয়মিত অভিনয় করে গেছেন। তিনি বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য বাংলা চলচ্চিত্রের মধ্যে ‘মাটির ঘর, সুজন সখী, দর্পচূর্ণ অন্যতম। ময়মনসিংহ শহরের আকুয়াতে ১৯৩৮ সালের গোড়ার দিকে জন্ম গ্রহণ করেন তিনি।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।