স্বপ্নিল সময়ের সন্ধানে..
০৭.০৭.০৭ সকাল-১০টা
ছুই ছুই
ক্রিং ক্রিং....."হ্যালো,স্পর্শ বলছি"।
"Happy Triple Seven Day,জান"-হৃদিতার উষ্ণ কন্ঠ।
"এইটা আবার কি?"
"Seven means lucky..so triple seven means অনেক বেশি lucky Day.শোনো,আজ আমরা সারাদিন কোনো ঝগড়াঝাটি,মারামারি করবো না.আর আমি জানি তুমি খুব ব্যস্ত,তবুও পারলে Make a WISH to me...i will try to make it possible, i promise,তাড়াহুড়ার কিছু নাই.রাত ১২টার আগে বললেই হলো। "
"হুমমমমমম"খুব ঢিলেঢালা যান্ত্রিক একটা শব্দ করে,স্পর্শ রেখে দিলো ফোনটা। "
দিন দিন অফিসের কাজের ভিড়ে,কেমন জানি অচেনা হয়ে যাচ্ছে স্পর্শটা।
মাঝে মাঝে বিরক্ত হয়ে ওঠে হৃদিতা।
সারাটা দিন এভাবেই কেটে যায়......হৃদ আজ এমন কিছুই করে না,যাতে স্পর্শ রাগ করে বা ঝগড়ার কোনো ISSUE তৈরি হয়।
সন্ধ্যায় অফিস শেষে ইদানীং দুজনের গন্তব্য হয় হৃদিতাদের বাসা। ওর বাসার সবাই,অর্থাৎ আব্বু,আম্মু,ছোট ভাই,এমনকি কাজের ছেলেটা পযর্ন্ত মহাভক্ত স্পর্শের। ভালোই লাগে হৃদের।
এটাও কি কম পাওয়া!!!
খুব ইচ্ছে করছিলো আজ ওকে একটু জড়িয়ে ধরে ফিসফিস করে বলতে "ভালোবাসি,ভালোবাসি,ভালোবাসি....অনেক বেশি,অনেক বেশি,অনেক বেশি"। কিন্তু সুযোগের বড্ড বেশি অভাব।
Laptopটা নিয়ে হঠ্যাৎ করে একটা আজব কাজ করলো স্পর্শ। হৃদের HOTMAIL MESSENGER-এ যেয়ে,একে পর এক ID DELETE করলো আর বললো"আজ থেকে এদের সাথে CHAT করবে না আর ফোনেও কারো সাথে কথা বলার দরকার নেই...এটাই আমার আজকের দিনে চাওয়া"
অবাক হয়ে ওর পাণে তাকিয়ে রইল কতক্ষন।
তারপর মেনে নিলো সব।
কি করা আর!
ভালোবাসার দাবী..........মানতে হবে,মানতে হবে।
"তুমি বললে আকাশ ছোঁবো,হাওয়ায় হবো তুলো
তুমি বললে তুলে দেবো,মনের প্রেমগুলো
তুমি বললে দুঃখ নেবো,,হবো সুখের লগ্ন
তোমার মাঝে অনন্তকাল,থাকতে চাই যে মগ্ন
তুমি আমার নতুন সর্বনাশ
তবুও কল্পনাতে তোমার সাথে আমার বসবাস"
বিঃদ্রঃ স্বপ্নচারিনীর সাথে স্বপ্ন দখতে চায় না কেউউউউউ(আম্মাআআ)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।