আমাদের কথা খুঁজে নিন

   

কোন একজনকে

কলপনার মাঝে ভেসে আছি

স্রোতের ধারা বয়ে যায়, আর ভাবনার ধারা এই মনকে ভাসাতে চায়। সকালের আলো অন্ধকারকে ঢেকে ফেলে আর মনের আধাঁর নিজেকে অতিষ্ট করে তুলে। তবু মন আধাঁরকে থাকতে চায় ভুলে একরাশ স্বপ্ন মেলে। বহুদূরে শুনা যায় রহস্যময় সেই ঝিঝি পোকার ডাক আর নিরসভাবে প্রতিনিয়ত শুনতে হয় জমে থাকা কষ্টের হাক, একমুহূর্তের জন্য হলেও এই মন চায় কষ্টগুলো সরে যাক ভাবনাগুলো নতুন বেশে পূর্নতা পাক। নদীর পানিগুলো নদীতে করে টলমল আর না পাওয়ার বেদনাগুলো চোখের সামনে করে ছলছল। সব ব্যাথা ভুলে এই মন বসতে চায় নদীর বাঁকে, তবুও যেন বেদনাগুলো বারেবারে ডাকছে তাকে, আর বলতে চাচ্ছে তা কোন একজনকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.