কমলাপুর রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী ইসরাফিল হোসেন (৬০) হত্যার ঘটনায় মো. লিটন ওরফে কাটা লিটন (৩০) নামের একজনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছে পুলিশ।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার লিটনকে গ্রেপ্তার করে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ হত্যার ঘটনায় গতকাল সোমবার পুলিশ একজনকে আটক করার কথা বললেও তাঁর নাম-পরিচয় সম্পর্কে কোনো কিছু জানায়নি।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, সন্দেহভাজন হিসেবে লিটনকে গ্রেপ্তার করা হয়েছে।
রিমান্ডে এনে তাঁকে হত্যার ব্যাপারে বিস্তারিত জিজ্ঞাসা করা হবে।
এসআই রফিকুল বলেন, লিটন রেলওয়ের কোনো কর্মচারী নন। তবে রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে তাঁর সম্পর্ক আছে। তিনি রেলওয়ের বিভিন্ন কর্মকর্তার কক্ষে যাতায়াত করতেন।
গত শুক্রবার রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনের টিকিট ঘরে খুন হন ইসরাফিল।
রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, ইসরাফিলকে হত্যার পর টিকিট বিক্রির ১৭ লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় শনিবার অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।