"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"
সহজে বিশ্বাস করে ফেলি আর কিছু নয় `মানুষ'
ভালোবেসে ফেলি `দাবী' সংখ্যাগুরু-লঘু-আদিবাসী
যারই হোক মানুষ বলে
নিঃশর্ত সাহায্যের দু'হাত বাড়িয়ে দেই
মানুষেরই দিকে
মানুষ ভালোবেসে পেয়েছি কয়লার অমোচনীয় দাগ
মেয়েছেলে বলে ব্যঙ্গ উক্তি
আমি কি লিখেছিলাম পৃথিবীতে বাসের কোনো চুক্তি যে আমি
সত্যকে মিথ্যে দিয়ে ঢেকে দেব
মৃত কে জীবিত বলে সাজাবো বারাঙ্গানার সাজে?
যেসব মনুষ্যতর প্রাণী এখনো বানর থেকে
অভিযোজিত হয়ে শেখেনি হাঁটা, আত্মপরিচয়
এর সামান্য অ-আ-ক-খ, তাদের কাছে আজ আমার
আত্মা বন্ধক জীবিকা নামক মাসকাবারি চুক্তিতে-
তারা আঙ্গুল তুলে জানায় আমি কি পরিধান করবো
করবো কতবার কুর্নিশ, আমার ভাষা কি হবে
চলিত বা আঞ্চলিক। অক্ষর বিন্যাস কি হবে
দেবনাগরী/ ইনডিক!
নিজেকে করুণা হয়, দ্বিধাকে বিভক্ত করে
`প্রয়োজন'
নাগরিক মধ্যবিত্তের শেষ পরিণামে
দেহ কাঠামো বেঁচে থাকে
মরে যায় মন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।