আমাদের কথা খুঁজে নিন

   

তথাকথিত আধুনিকতার নামে উগ্রতা, অশ্লীলতা পরিহায্য

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

বলাই বাহুল্য পৃথিবীর সবচাইতে গরীব দেশগুলোর একটি আমরা। বাংলাদেশের গরীব জনসংখ্যার ৮০ ভাগের বাস গ্রামান্চলে। এটি একটি পুরোনো শ্লোগান যে, গ্রামান্চলের উন্নতি ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়। আধুনিক সুযোগ সুবিধা আর সেবা থেকে এখনও বাংলাদেশের এই গরীব জনসংখ্যা বন্চিত। আমরা আমাদের দেশের যে সামান্য উন্নতি শহরান্চলে দেখতে পাই তা ক্ষুদ্র একটি গোত্রের মধ্যেই সীমাবদ্ধ।

এরা আবার তাদের সম্পদের অধিকারী হয় বিভিন্ন অন্যায় উপার্জনের মাধ্যমে। আজকালকার পত্রিকা পড়লে যার প্রমান মেলে। দেশের মিডিয়া, রাষ্ট্রযন্ত্র, আর বুদ্ধিজীবিদের অনেকাংশ এদের কুক্ষিগত। তল্পিবাহক এই বুদ্ধিজীবিরা আবার আধুনিকতার নামে এই ধনীগোত্রের সন্তানদের বিভিন্ন উগ্রতাকে সমর্থন করেন, যা আমাদের ঐতিহ্যের বিপরীতে অবস্থান নেয়। গুলশান, বনানীর কুলীন সমাজে তাই স্বল্পবসনা মেয়েদের সাবলীল উপস্তিথি, ক্লাবগুলোতে তরুনদের মাদক সেবন, তরুনতরুনীদের অবাধ মেলামেশায় এই উগ্রতারই প্রমান মেলে।

এই ধনিকগোষ্টি দাসসমতুল্য শ্রমের বিনিময়ে একটি অসহায় মেয়ের মাসিক বেতন বেধে দেয় ১৬০০ টাকায় যা দিয়ে মৌলিক চাহিদা মেটানোই সম্ভবপর নয়। আবার নারীমুক্তির নামে এদের পৌষ্য বুদ্ধিজীবরাই উগ্রতাকে উতসাহিত করে যা আমাদের অরক্ষিত সমাজ ব্যবস্থার জন্য হুমকি স্বরুপ। ধর্মীয়উগ্রবাদ, ধনীগরীবে বৈষম্য, সমাজে অস্থিরতআ এদের যুগপৎ অবদানের ফলস্বরুপ। আমরা আশাবাদী এমন একটি বুদ্ধিবত্তক উন্নত সমাজের যেখানে এদের কপটতায় কেউ বন্চিত হবেনা তার অধিকার থেকে, আর যে সমাজে অসুস্ততা চর্চার কোন সুযোগ থাকবেনা তথাকথিকত আধুনিকতার নামে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.