আমাদের কথা খুঁজে নিন

   

হোসেইনের আত্মপোলব্দি জনিত ছড়া

আপ্নেরা ছাগসাথে কোলাকুলি করেন , আমারে ডর দেখাইয়েন না

ঝুল বারান্দার পাশেই রে তোর পড়ার ঘরে; না পড়া বই জমছে এখন থরে থরে, করলি শুরু লিখবি রে তুই উপন্যাস, ধরিসনি তুই সেই খাতাটা কয়টি মাস? আড্ডা দিসনা রোজ বিকেলে দিপুর ছাদে, আড্ডারুরা ভুলবে তোকে ক’দিন বাদে যাসনি তুই অনেকগুলো আয়োজনে, প্রতিক্ষাতে থাকবে কি তোর বন্ধুজনে? গীটার দেখে আজকে কেন কষ্ট হয়? অবহেলায় এমনিই প্রেম নষ্ট হয়। ছুসঁনি বলে ভীষন রকম অভিমানে বাজঁছে গীটার ভুল সুরে আর ভুলের গানে। মুভি দেখার পুরোনো তোর নেশা দামী, খোজঁ রেখেছিস কে পেল শেষ ‘একাদেমী?’ মঞ্চে নতুন কি এলো তার খবর রাখিস? ইদানিং তুই কোন নেশাতে বিভোর থাকিস? ছয় মাসের এই ভীষন নেশার রাত্রিদিন, কী দিয়েছে ভালোবাসার সামহোয়্যারইন ? ভাবিস হোসেইন আজকে রাতে চক্ষুমুদে, কী পেলি তুই প্রতিদিন এই ছাগল ুদে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.