আমাদের কথা খুঁজে নিন

   

"সোনার ঘড়ি-ফারুক চৌধুরী-এর কবিতা " প্রথম আলো কি বুইঝা ছাপছে??

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

সোনার ঘড়ি গায়েব হলে চোরের উপর রাগ ওঠে মহাচোরের দলরা সব এই বাংলা খেল লুটে ? ত্রাণের শাড়ি লুটল ধনী মাটির নীচে টিনের খনি ব্যাংক তাদের ঋণের পাহাড় দিনে দিনে গড়ে ওঠে । মহাচোরের দল যে এসব এই বাংলা খেল লুটে ! ....................... ......................... মসজিদের জুতা চোর আর মাহফিলের পকেটমার দেশ চোরের দলের কাছ তাদের হলো বিরাট হার- সোনার ঘড়ি কিনতে পার কিনতে পার জুতা একটা দেশ চুরি হলে দেশ পাবে আর কোথা ?? আজকের প্রথম আলোর সম্পাদকীয় পাতার রাজনৈতিক কবিতা । প্রথম আলো কি বুইঝা ছাপছে এই কবিতা?? দেশের রাজনীতি পচে গলে শ্যাষ। তারা সব কিছুই চুরি করছে । কিন্তু এখন যাদের জন্য দেশ এ এতকিছু হচ্ছে সেই বিশ্বব্যাংক এবং আমরিকা(!!) তারা এই দেশ চুরি করলে আমরা তা পাব কোথা ।মতি ভাইরা তো মতিব্রম হইয়া তাদের হাতেই দেশ তুল দিতে চাইছে । রাজনীতিবিদদের চুরি জোচ্চুরির বিচার হচ্ঝে , হবে এং তা সম্ভব কিন্তু ইউনিকলের কি বিচার চাইতে পারছি আমরা নাকি মতি-মুতিরা?? সোনার ঘড়ি কিনতে পার কিনতে পার জুতা একটা দেশ চুরি হলে দেশ পাবে আর কোথা ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.