আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষতিপূরণের দাবিতে সাভারে শ্রমিক বিক্ষোভ

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রানা প্লাজার ধসে পড়া স্থানে কাঁটাতারের সামনের সমাবেশ এবং শেষে ঢাকা-আরিচা মহাসড়কের বিক্ষোভ মিছিলে নিখোঁজ ও নিহতের স্বজনরাও উপস্থিত ছিলেন।
সমাবেশে ওয়াকার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদক আবুল হোসেন বলেন, রানা প্লাজার মতো ট্রাজেডি মানুষ আর দেখতে চায় না।
নিহত শ্রমিকদের পরিবারকে ৪০ লাখ টাকা এবং আহতদের প্রতিমাসে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণের দাবি জানান তিনি।
শ্রমিক নিহতের ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ দাবি করে এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন আবুল হোসেন।
তিনি বলেন, আইনের ফাঁক-ফোঁকর দিয়ে অপরাধীরা যেন কোন অবস্থাতেই বের হতে না পারে।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নিহতদের স্বজনদের এখনো তেমন কোন ক্ষতিপূরণ দেয়া হয়নি। এছাড়াও আহতরাও সঠিক চিকিৎসা পাচ্ছে না।
বাংলাদেশ গামের্ন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন আয়োজিত এ কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম সুজন, শ্রমিক নেতা শাহনাজ আক্তার পান্না, শফিকুল ইসলাম শামীম, সৌমিত্র কুমার দাস প্রমুখ।
গত ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ডে বহুতল ভবন রানা প্লাজা ধসে পরে এক হাজার ১২৯ জন নিহত হয়। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন পোশাক শ্রমিক।

ওই ভবনে ৫টি পোশাক কারখানা ছিল।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.