আমাদের কথা খুঁজে নিন

   

কি করিব ইউটিউব দিয়া ? এবং একটি "পু আন্দোলন"

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... ইউটিউব বন্ধ অনেক দিন ধরিয়া, খেয়াল হয়ত করিতামও না আজিকে হঠাৎ দীর্ঘদিন পড়ালেখা হইতে দূরে থাকিয়া মনে যে বিষ বাস্পের উদ্রেক হইয়াছে , এবং ইয়ার ফাইনালের রুটিন বাহির হইয়াছে শুনিয়া পড়িবার যে তাগিদ অনুভব করিলাম, অতঃপর গবেষণা করিয়া দেখিলাম রসায়নে পাশ করিলে হয়ত এইবার হারাধনের নাতির পক্ষে একবারেই দ্বিতীয় বর্ষে পদার্পণ সম্ভব হইবে, নানাবিধ ভাবিয়া বন্ধুবরের মতামত লইয়া রসায়ন বই খানা খুলিয়া বসিলাম , ভগবান ! এই ইংরেজি আমার বুঝিবার জন্য নহে । মনে পড়িল বাঁশ+আ সৈনিক গোলাম আজমের নাম যিনি উর্দুর জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রাজপথে । যাহা হউক আমি বই খানা উলটাইয়া পালটাইয়া দেখিলাম , আরবীর মত ডান হইতেও পড়িবার চেষ্টা করিলাম কিন্তু এই দন্ত পীড়নদায়ক ইংরেজী যদি আমি পড়িতেই পারিতাম তাহা হইলে কি অদ্য পথে পথে ঘুরি ! শেষ মেশ " ক্যানিজারো বিক্রিয়া " বুঝিবার উদ্দেশ্যে গুগল মামার ঝুলি হইতে খুজিয়া পাইলাম একখানা ইউটিউব ভিডিও যাহা হইতে সহজেই হয়ত বুঝিতাম ব্যাপার খানা , ওমা ইউটিউব তো এ দেশে বন্ধ , শুনিলাম "ফাকিস্তানেও" নাকি উহা বন্ধ ? অতি সত্তর ইউটিউব খুলিয়া দেয়া হউক আর না হইলে নিচের পদ্ধতি অনুসরণ করিতে পারেন নিচের সাইটে গমন করুন http://youtubeproxy.org/ যেই ব্লক সাইটে প্রবেশ করতে চান তাহার ঠিকানা লিখুন , Search করুন । লিঙ্কে প্রবেশ করুণ ইচ্ছামত ভিডিও দেখুন ফেসবুকে বর্তমানে চলতে থাকা "পু" আন্দোলনের সাথে একমত হতে পারলাম না । ইউটিউব একটা সিরিয়াস ইস্যু , ফাইযলামি মস্করা করে কাজ হবে না , যারা একেবারেই পারছেন না তাদের জন্য উপরের উপায় । আর কতকাল আমরা পাকিস্তানের দেখানো পথে চলব , আমরা তো জানি এই মাটি মুক্ত চিন্তার মাটি , সৃজনশীলতার মাটি । সেই মুক্তচিন্তার দেশটির নাম যখন পাকিস্তানের সাথে উচ্চারিত হয় মাথাটা নিচু হয়ে আসে । তাড়াতাড়ি ইউটিউব খুলে দিন ছুরি দিয়ে খুন করা অন্যায় , কিন্তু যদি ছুরিটাই কেড়ে নেন ফল কাটব কি দিয়ে void(1);

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.