যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি
একটা কথা জানতে হবে ঢাকার জলাব্ধতা প্রকৃতিক নয় - মানুষের অর্থাত বিশেষজ্ঞ এবং প্রকৌশলীদের সৃষ্ট। জলাবদ্ধতা নিরসনের নামে প্রকল্প তৈরী করে প্রকৌশলী এবং কর্তাব্যক্তিদের সীমাহীন দূর্নীতি এবং লুটপাটই নগরবাসীর এই ভোগান্তির কারন।
ঢাকা ওয়াসা ড্রেনেজ বিভাগ খোলার পর থেকেই ঢাকায় জলাবদ্ধতার শুরু। প্রকল্পের নামে নিজেদের পকেট ভর্তি করার কারনে শহরের মুক্ত খালগুলো ভরাট করে ড্রেন তৈরী এবং তাদের রক্ষনাবেক্ষনের নামে বছরের কয়েকশত কোটি টাকার লুটপাট হয় সেই বিভাগে। সেখানকার কর্মকর্তাগন সবাই কোটিপতি।
সেই বিভাবে পোস্টিং পাওয়ার জন্যে সবচেয়ে বড় যোগ্যতা হলো রাজনৈতিক পরিচয়। গত পাঁচ বছর ড্যাব এবং আগের পাঁচ বছর বঙ্গবন্ধৃ প্রক্যশলী সমিতি একক ভাবে নেই বিভাগে রাজত্ব করেছে। একজন কর্তাব্যক্তিকে দেখা গেছে বিগত ১৫ বছর সেই বিভাগে কাজ করতে - যার একমাত্র যোগ্যতা হলো রাজনৈতিক পরিচয়। ভদ্রলোক শহরে এবং গ্রামে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন ( সম্ভবত বনের রাজার মতোই)
হতাশার কথা হলো বাংলাদেশের সাংবাদিকগন শুধু মাত্র ওয়াসার পানি নিয়ে একটু আধটু লেখালেখি করে - ফলে ড্রেনেজ বিভাগ নামক সোনার খনি সবসময় জনমানুষের আড়ালেই থেকে যায়।
সেই বিভাগটির বিগত ২৫ বছরের কাজ মূল্যায়ন এবং দোষীদের শাস্তি না দিলে ঢাকা শহরের জলাবদ্বতা নগরবাসীর জীবনের অংশই থেকে যাবে।
যারা ঢাকা শহরে বাস করেন তাদের সবার চতেতনতাই রক্ষা করতে পারে আমাদের প্রিয় শহরটিকে।
(বিস্তারিত জানার জন্যে ঢাকা ওয়াসার ড্রেনেজ বিভাবে যোগাযোগ করুন)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।