© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
পরিবহন হিসেবে রিকশা আমার খুবই প্রিয়। প্রেমিকাকে সাথে নিয়ে মেঘলা মেঘলা দিনে টিএসসি'র আশেপাশে রিকশা নিয়ে ঘুড়িংঘাড়িং করেন নাই, এরকম ঢাকাইয়া প্রেমিক খুঁজে পাওয়া দুস্কর। তাতে কি বুঝা গেল? রিকশা হেভী রোমান্টিক একটা যানবাহন... আরো বহু কিছু বলা যায়। কিন্তু কথা সেটা না। আপনার জরুরী সময়ে দশ মিনিট অপেক্ষা করার পর হেলে দুলে এগিয়ে আসা খালি রিকশাটাকে '.... যাবে?' জিজ্ঞেস করার পর যখন বেটা নবাবজাদার ভঙ্গিতে বলে দেয় 'না', তখন মেজাজ খারাপ না হয়ে উপায় আছে?
যাই হোক, এরকম অনেক কারন আছে রিকশাওয়ালাদের উপর মেজাজ খারাপ হওয়ার মত।
কিন্তু কিছুদিন আগে সিলেটে গিয়ে যে অভিজ্ঞতাটা হলো, তারপর থেকে ঢাকার রিকশাওয়ালাদের আমি রীতিমত শ্রদ্ধা করতে শুরু করেছি। ওহ! সিলেটে কি হয়েছিলো, তাই তো বলা হলো না। এদিকে সময়ও নেই.. ঠিক আছে, সংক্ষেপে বলে ফেলি।
দেশের বাইরে থেকে আসা এক বন্ধুর পাসপোর্ট নিয়ে কি যেন ঘাপলা ছিলো। সেটা ঠিক করার জন্য একটা পুরো দিন আমরা তিন বন্ধু পুরা দৌড়ের উপর ছিলাম।
দিনটা ছিলো ভয়াভয় গরম। সেই গরমের মাঝে প্রতিবার রিকশা নিতে গিয়ে আমাদের যা ভোগান্তটা হলো... কি বলবো আর। যে রিকশা কেই বলি 'ড্রাইভার, যাবে?' (সিলেটের রিকশাওয়ালাদের আবার 'ড্রাইভার' বলতে হয়। নতুবা এমন সেন্টু খাবে, আপনার আর কোথাও যাওয়া হবে না...), বলে 'না'। বিশ্বাস করুন আর নাই করুন, একবার কড়া রোদের ভেতর দাঁড়িয়ে কম পক্ষে ৭০টা রিকশাকে জিজ্ঞেস করেও যাওয়ার মত কাউকে পাইনি।
এদের প্রত্যেককেই ভারা দ্বিগুন/তিনগুন করে দেয়ার অফার পর্যন্ত করেছিলাম। সারাদিনে এরকম কত শ রিকশাকে 'ড্রাইভার যাবে?' জিজ্ঞেস করেছিলাম, মনেও করতে পারছি না....... বুঝেন অবস্থা.........!
আযান দিয়ে দিলো.... ঝড়ের গতিতে টাইপ করেছি...... বানান ভুল হইলে সাইট কতৃপক্ষের দোষ.... ... সবাই ভাল থাকুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।