আমাদের কথা খুঁজে নিন

   

ছুটির দিনের কড়চা: কক্সবাজার ভ্রমন

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

হঠাত করে কোন প্ল্যান ছাড়াই চলে গেলাম কক্সবাজার। ক'দিনের জন্য বেড়িয়ে আসা হলো। নীরবে এনিভার্সারী উদযাপনের জন্য এর চেয়ে ভাল চমক বোধহয় আর কিছু হতো না। যদিও সময়টা খুব বিদঘুটে ছিল তবু্ও সকল ব্যস্ততা থেকে পালিয়ে যাওয়ার এরকম সুযোগ হাতছাড়া করতে চাইলাম না। গরমে অবশ্য হাঁসফাঁস অবস্থা।

তারপরও খোলামেলা সুনীল উন্মুক্ততা আর সকল তাড়া থেকে বেরুতে পারার মধ্যে রয়েছে অন্য ধরণের আনন্দ। না পাওয়ার এই দেশে কিছু পেলে সমস্যা কি? অন্ধকারের মাঝে সমুদ্র সৈকতে বসে অলস মুহুর্ত কাটানোর অনুভূতিটা অপূর্ব। হঠাত করে খুব ফেলে আসা দিনের কথা মনে পড়ল। সৈকতে বসে একজনকে জিগ্যেস করেছিলাম, সমুদ্রের পানি এতো নোনতা হয় কেন? খুব আর্দ্র গলায় উততর পেলাম, "সমুদ্রে যে সব দু:খ আর অশ্রুকে ধারণ করে তাই"। এতো বছর পর কথাটা আবারও মনে পড়ল, এখন বোধ হয় সমুদ্রের পানি আরও নোনা হয়েছে।

তাই নীরবে বাড়ছে সমুদ্রের পরিসর। ভাল লাগল বান্দরবন আর কক্সবাজার নিয়ে এই ভিডিওটি। চেখে দেখতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।