ফাজলামৗ ও বিটলামি, খোঁচা এবং গুতা,
সাইফ ফাজিল টাইপের ছেলে। নিজেকে বোহেমিয়ান দাবী করে (কারন সে উত্তরা থাকে)। কিছু কবিতা লিখে, সন্চয়িতা থেকে উৎসাহিত, সাহিত্য মান হিসাবে খারাপ নয় (ক্লোজআপহাসি)। ওর ভাষায়, মেয়েরা হচ্ছে মুরগি। ধরে ছিড়ে খাও।
পূর্বা স্মার্ট মেয়ে। ছেলেদের সাথে অতি ঘনিষ্ঠতাকে ও বন্ধুত্ব মনে করে। কবিতা বেশ পছন্দ।
ব্যস সাইফ পেয়ে গেলো লাইন। এক রাতের কথোপকথনঃ
পূর্বা- আপনার ভাব এতো বেশী কেনো?
সাইফ- আমি? ভাব নেই? কী যে বলেন!
পূ- এইযে আপনার ব্যপারে জানতে চাই, কিন্তু কিছুই বলেন না
সা- জেনে কী হবে।
আমি সমাজের এক প্যারাসাইট (দীর্ঘশ্বাস)। আপনি সূখী মানুষ, এসব জেনে কী হবে?
পূ- তাই বুঝি? কীসে এতো কষ্ট আপনার?
সা(মনে মনে লাইনে আসছে দেখী)- বুঝলেন, রক্তক্ষরন একবারই হয়, তা হৃদয়ের ক্ষরন ই হোক, বা অন্যকোথাও।
পূ- হেহে, আপনি তো বেশ দুষ্টু! আপনার কবিতা শুনবো আজ, মানা কিন্তু করতে পারবেন না!
সা (সরাসরি কবিতায়)-
সবাই বলে, তোমাকে আমি পাইনি,
তোমাকে
আমার ছেয়ে বেশী কেউই পায়নি।
কেন?
আমার চেয়ে বেশী কেউই ভালোবাসেনি।
হাসছো এই ভেবে,
ভাবছো, কী ভাবে!
জিগ্গেস করো-
নিজেকে
আর ভাববেনা, আর হাসবে না।
কঁাদবে!
কারন তুমি আমাকে পাওনি । ।
(কিছুক্ষন চুপচাপ)
পূ- আপনার কবিতা.....এতো কষ্ট মনে আপনার? কিন্তু কি সুন্দর কবিতা! কে সে
-
-
-
-
সা (মনে মনে)- এই তো তুমি ঘাছে উঠার জন্য রেডি হয়েছো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।