বাবা তুমি যে কি করসো তা মানুষ ভুইলা যায় নাই। তোমার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল ৬৯ ম্যাচে ২৯ টা জিতছে সবাই তা মনে রাখছে কিন্তু সাথে এও মনে রাখছে বাকি ৪০ ম্যাচ দেখতে বইসা মানুষের কতটা সময়, টাকা, খাটনি নষ্ট হইছে।
তোমার নেতৃত্বে এক ম্যাচে যেমন মানুষের মাথা যতটুকু উচা হইসে পরের ম্যাচে তা দুই হাত নিচা হইছে। মানুষ এক ম্যাচে গালে চুমা খাইছে তো পরের ম্যাচে জুতা। কি অপমান!! কোন দল বাংলাদেশের লগে খেলতে গেলে দেইখা নেয় আগের ম্যাচে বাংলাদেশ জিতসে কিনা, তাইলে জিতে তারা খুব খুশি কারণ বাংলাদেশ এ ম্যাচে যা তা করবে আর চিন্তা করতাসে জিতার আর কি দরকার।
যাক বাবা তুমি কাইন্দো না। তোমার পারফোরমেন্সের কথাতো তুললামই না। তুমি যে বিশ্বের একনম্বর কপিবুক ব্যাটসম্যান তা সবাই জানে। আমার পক্ষে তোমার ব্যাটিং এর সংজ্ঞা দেওয়া সম্ভব না। সবাই এতকিছু কইলো কিন্তু তোমার সুবুদ্ধিটা হইলো না।
তুমি পাট দেখাইয়া ক্রিকেটটা ছাড়লা না। ওয়ান ডে থিকাতো বাদ পরবা নিশ্চিত, যে খেলা খেলতাছো তাতে টেষ্ট দল থিকাও বাদ পইরা যাইবা।
আসলে বাবা মানুষ ঐটাই মনে রাখে যা মানুষরে আনন্দ দেয় সুখ দেয় বাকি গুলা ভুইলা যায়। এখনো ভুলার কিছুই দেখ নাই দরকার হইলে মানুষ হাবিবুল নামে কেউ ছিল তাও ভুইলা যাইবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।