আমাদের কথা খুঁজে নিন

   

সভ্যতা বনাম অসভ্যতা!



পথে দেখলাম জনৈক যুবক যাচ্ছেন একটি প্যান্ট পড়ে যার পিছনের পকেটে প্যান্টের কালারের চেয়ে ভিন্ন কালার অর্থাত যাকে আমরা টিনএজের সমস্যা বলে থাকি। যুবকটি আর্থিক সমস্যা নেই কিন্তু ফ্যাশন করার মানসে প্যান্ট পড়েছে পকেট এক কালার আর প্যান্ট আরেক কালার। কিন্তু এতে তার নিতম্ব বা পায়ের কোন নগ্ন অংশ নেই। শার্টের ডিজাইন আর নাই বললাম। যাকে দেখে আমরা অনেকে লজ্জ্বায় নত হচ্ছিলাম।

হাল ফ্যাশনের এই ডিজাইন দেখে আমরা পুরুষরা লজ্জিত হই। যাকে এক কথায় অসভ্যতা বলে থাকি। কিন্তু লজ্জিত হই না সেই নারীকে দেখে যে শাড়ী পড়ছে যাতে প্রায় পুরোটাই দেখা যাচ্ছে তার পেট ও বুকের বিভিন্ন নগ্ন অংশ বা যাকে এক কথায় নগ্নতা বলা যায়। পিঠের বিশাল অংশ নগ্ন হয়ে চলাচল করে এমন নারীও চোখে পড়ে প্রায়শই। শরীরের বিভিন্ন অংগের গঠন প্রণালীও চোখে পড়ে।

যা দেখে আমরা পুরুষরা পুলকিত হই। কিন্তু তা দেখে লজ্জিত হই না। এটাকে বলি সভ্যতা। প্রায় পুরো শরীর নগ্ন হয়ে চলাচল করা কোন নারীকে দেখে আমরা অসভ্যতা বলি না কিন্তু হাল ফ্যাশনের কোন যুবককের বিভিন্ন রংয়ের প্যান্ট বা শার্ট পড়ে থাকলে তাকে অসভ্যতা বলি। আচ্ছা পাঠক আপনারাই বলুন কোন ভ্দ্র সমাজে আপনি (পুরুষ) পেট বা পিঠ নগ্ন অবস্থায় থাকতে বা চলতে পারবেন? পারবেন না, কেননা তা অসভ্যতার পর্যায়ে পড়ে।

যদি তা না পারেন তবে কোন নারীর উন্মুক্ত বক্ষ বা পিঠ নগ্ন থাকাটাকে কিভাবে মেনে নিচ্ছেন। এটা কি অসভ্যতা নয়? নারীকে অসম্মান করার মানসে আমার এ পোস্ট নয় মূলত নারীকে তার আসল সম্মানে স্থান দেয়ার মানসে এর মূল উদ্দেশ্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.