আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের নগরী ভরে গেছে ভূতে

কপিরাইট © সংরক্ষিত.. লিখিত অনুমতি ছাড়া প্রকাশ নিষেধ

আমাদের নগরী ভরে গেছে ভূতে। নগরীর বয়ষ্ক গাছটার পাতাগুলো পুড়ে ছাই ভূতের নিঃশ্বাসে, মিছিলে বারুদের গর্জন থেমে কেবল পেঁচার ডাক শোনা শহরের বড় বড় ইমারতের ফাঁকে সবচেয়ে উচু আর দৃঢ় দন্ডায়মান ভাষ্কর্য যেন ভুতেদের 'মেন'স রুম', বর্ষীয়ান লাইব্রেরী আর সিনেমার হল উপচে পড়া ভুতের ডিমে সয়লাব- কাক-শকুনে জোটবদ্ধ মিছিলে সূর্যের ঢেকে যাওয়া রোদ শয়তানের পিচকারিতে পুড়ে যাওয়া ধুধু রাস্তার পিচ্ এখানে ওখানে প্রেতাত্মার মরাকান্না আমাদের নগরীতে মিনারে মিনারে গেঁথে থাকা শুধু মরা ইদুর। এখানে ঘুম নেই, শিশু নেই, দুড়ন্ত ষাঁড় নেই সবাই গাছ হয়ে বেঁচে থাকা। সারা শহরে ভূতের পা, তার কালো কালো ছাপ এখানে স্বপ্ন নেই কোনো। শকুনের দৃষ্টি নিয়ে বসে থাকা একখন্ড অভিশপ্ত নগরে হাহাকার হয়ে ধেয়ে আসা কফিনের ডালায় এই বুড়ো শহরে তোমার-আমার বসতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।