সেদিন হঠাৎ করেই ইটালীর ভেনিস শহর ঘুরে এলাম। পুরো শহরটি পানির
উপর তৈরী করা হয়েছে, পানি নিষ্কাশনের মাধ্যমে।ছোট ছোট অসংখ্য
দ্বীপের সমন্বয়ে এ শহরটি তৈরী।একটি দ্বীপ থেকে আরেকটি দ্বীপে যাবার
মাধ্যম জাহাজ অথবা নৌকা। হাজার হাজার বছর আগে কেমন করে এ
নগরী তৈরী হয়েছিল, সেটি ভাবলে অবাক হতে হ্য়। হাজার হাজার দর্শক
আসছে প্রতিদিন,এতে দেশের আয়ের উৎস ও তৈরী হয়েছে।এখানে মুরানো নামক একটি দ্বীপ আছে, যেখানে পৃথিবীর নাম করা Cristal
তৈরী হয়, আপনি ফুল, পাখি,ফুলদানী যা কিছু বলবেন আপনার চোখের
সামনে ওরা তৈরী করে দেখাবে।
সব কিছু যেমন দেখে ভালো লাগল তেমনি খারাপ ও লাগল নিজের দেশের কথা ভেবে কারণ আমার দেশের একটা রাস্তা তৈরী করার ছয় মাসের
রাস্তাটি নষ্ট হয়ে যায়। আর অন্য কিছুর কথা কি বলব...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।