সভ্য নগরী
সভ্য নগরীর সংজ্ঞা খুঁজেছি আমি
খুঁজেছি পিচঢালা রাজপথে হেঁটে হেঁটে।
বুঝতে চেয়েছি সভ্য অসভ্যতার ভেদ
ইন্টারনেট থেকে সিনেমা,কত শত পত্রিকা
জেনেছি নিউইয়র্ক থেকে ঢাকার শালীনতা।
দেখেছি তাদের আদি,মধ্য,বর্তমান রঙ্গ।।
এই সব সভ্য নগরীর সমান্তরালে
তোমার ঢাক শুনেছি বারংবার,
পথের বাঁকে,রাস্তার ধারে,রেলিং-এ
তুমি সভ্য নগরীর শালীন অসভ্যতা।
তুমি তথাকথিত পতিতা।।
তোমাতেই হয়েছে যে ধনী
সেই তো চলমান সভ্য নগরী!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।