যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
ঐখানে বসে ছিল ইন্দ্রজিত পেপার হাতে
আমার হাতে ছিল তোমার হাত - ঠিক অর্ধেক
স্টেশনের নাম কাওকাইল, নদীর নাম জানি না
ব্রক্ষ্মার শাখা তারপরে ট্রেন দুই ধারে গ্রাম
আমরা গ্রাম খেয়ে চেইন টানি, দুইশটাকা ফাইন
এরমাঝে কত কি, কত গল্প, উঠে আসে হিস্টরি
আমরা হিস্টরি খাই, আর হিস্টিরিয়ার মত কাঁপি
হোটেল আমির ইন্টারন্যশনাল, ফোন বাঁজে
স্যার কি আজকেই চেক-আউট করবেন?
কিভাবে বোঝে সালারা, রঙ্গলীলায় কেন ব্যাঘাত করে!
সৌখিন যাত্রী হয়ে শালবন পিছে ফেলে এবার ফিরি
রেডিসনের সামনে দিয়ে, যাবার সময় ওটার পেছন দেখেছি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।