আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে আনেক নদী-৪



বাংলাদেশের উজানে ইন্ডিয়া কর্তৃক বেআইনী ও একতরফাভাবে পানি প্রত্যাহারের কারণে পানির স্তর নিচে নেমে যাচ্ছে, সেচ প্রকল্পগুলো অকেজো হয়ে পড়ছে। পানির নাগাল পেতে নলকূপের পাইপ নামাতে হচ্ছে আরো গভীরে। তুলনামূলক গভীর থেকে উঠে আসা এই পানি তুলে নিয়ে আসছে মরণ বিষ আর্সেনিক। পদ্মা অববাহিকার নলকূপগুলোর পানিতে প্রতি লিটারে আর্সেনিকের পরিমাণ এখন ৫০ মাইক্রগ্রাম, যখানে পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রাম। খাবার পানি ছাড়াও অন্যভাবে ছড়াচ্ছে এ বিষ।

পদ্মা ও এর শাখা নদী, উপনদীর দুই তীরবর্তী এলাকাগুলিতে চাষের কাজে ব্যবহৃত পানির ৭৫ শতাংশই রয়েছে মাত্রাতিরিক্ত আর্সেনিক। চাষাবাদে উতপন্ন শস্যদিতেও ঢুকে যাচ্ছে এই প্রাণঘাতি বিষ। আসুন, আমরা ইন্ডিয়ার এই বেআইনী কাজের প্রতিবাদ করি। আমরা আমাদের ন্যায্য ও ন্যায়সঙ্গত দাবীর প্রতি সোচ্চার হই। নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.