বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।
পাশাপাশি বর্তমানে যে সব ভবনে ব্যাংকগুলোর কার্যালয় রয়েছে তার কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা এবং দক্ষ প্রকৌশলী সমন্বয়ে গঠিত পরিদর্শন দলের মাধ্যমে সময়ে সময়ে পরিদর্শনের পরামর্শও দেয়া হয়েছে।
সাভারে বহুতল ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক দেশের তফসিলি ব্যাংকগুলোকে এ পরামর্শ দিল।
বুধবার সকালে সাভার বাস স্টান্ডে রানা প্লাজা ধ্বসে পড়ে। এতে সর্বশেষ আড়াইশ’র মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ধসে পড়া ভবন রানা প্লাজাতে বেসরকারি ব্র্যাক ব্যাংকের একটি শাখা ছিল। তবে ভবনে ফাটল দেখা দেয়ার পর ওই শাখাটির কার্যক্রম বন্ধ রাখে কর্তৃপক্ষ।
এদিকে ওই রানা প্লাজার মালিক সোহেল রানার মালিকানাধীন আরেকটি ভবনেও ফাটল দেখা দিয়েছে। সেখানেও বেসরকারি এক্মিম ব্যাংকের একটি শাখা রয়েছে।
সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, “ব্যাংকের কার্যালয়ের স্থান নির্বাচনের আগে বিধিবদ্ধ অনুমোদনের বিষয়টি নিশ্চিত হওয়া ছাড়াও নিজস্ব প্রকৌশলী দল দ্বারা কাঠামোগত শক্তি নিরূপণ এবং দুর্ঘটনা মোকাবেলার তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।